ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

তরমুজের বীজে চুল পড়া রোধের গোপন রহস্য, জেনে নিন ব্যবহারবিধি

লাইফ স্টাইল ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৬ ২১:৫৪:৩১
তরমুজের বীজে চুল পড়া রোধের গোপন রহস্য, জেনে নিন ব্যবহারবিধি

নিজস্ব প্রতিবেদক: চুল পড়া নিয়ে সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন। ব্যয়বহুল পণ্যে ফল না মিললে অনেকেই নিরাশ হয়ে পড়েন। অথচ হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপাদানেই মিলতে পারে উপকার। তেমনই এক অজানা কিন্তু কার্যকর উপাদান হচ্ছে— তরমুজের বীজ।

গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের বিকল্প নেই। তবে এই ফলের মিষ্টি রস খেয়ে ফেললেও এর বীজগুলো আমরা প্রায়ই ফেলেই দিই। অথচ এই ছোট ছোট বীজে লুকিয়ে রয়েছে দারুণ পুষ্টিগুণ, যা চুলের জন্য হতে পারে প্রাকৃতিক টনিক।

কেন তরমুজের বীজ উপকারী?

তরমুজের বীজে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এই উপাদানগুলো চুলের গোড়া শক্ত করে, স্ক্যাল্পকে পুষ্টি দেয় এবং চুল পড়া রোধে সহায়ক ভূমিকা রাখে।

বিশেষ করে তরমুজ বীজ থেকে তৈরি তেল চুলের জন্য একটি দুর্দান্ত প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, রুক্ষতা দূর করে এবং চুলে এনে দেয় স্বাভাবিক ঝলমল ভাব।

কীভাবে বানাবেন তরমুজ বীজের তেল?

তরমুজ খাওয়ার পর এর বীজগুলো আলাদা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার এগুলো রোদে ভালোভাবে শুকিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট থেকে ছেঁকে নিন তেল। এটি একটি প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল হিসেবে ব্যবহার করা যাবে।

চাইলেই এই তেল হেয়ার মাস্কে মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা নারকেল তেলের সঙ্গে একসঙ্গে ফুটিয়েও নিতে পারেন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে চুলে এবং স্ক্যাল্পে ম্যাসাজ করে এই তেল মাখলে ফল মিলবে দ্রুত।

উপকারিতা একনজরে:

১.চুল পড়া কমায়

২.স্ক্যাল্পের রুক্ষতা দূর করে

৩.চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা ও বাউন্স

৪.চুলের গোড়া মজবুত করে

৫.মাথায় দেয় হালকা ও সতেজ অনুভূতি

এই তেল ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে যাদের স্ক্যাল্প খুব বেশি সংবেদনশীল, তারা প্রথমবার ব্যবহার করার আগে সামান্য অংশে প্রয়োগ করে পরীক্ষা করে নিতে পারেন।

চুলের যত্নে নতুন কিছু চেষ্টা করতে চাইলে বাজারচলতি কেমিকেলযুক্ত পণ্য নয়, একবার ব্যবহার করে দেখুন ঘরোয়া এই প্রাকৃতিক তেলটি। তরমুজের বীজ হয়তো এতদিন ছিল অবহেলিত, এখন থেকে তা হতে পারে আপনার চুলের প্রকৃত বন্ধু।

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ