ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হারমিত সিং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২২ ২২:১২:১০
মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হারমিত সিং

গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে যুক্তরাষ্ট্রের কাছে ঐতিহাসিক। দুর্দান্ত জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন জয়ের নায়ক হারমিত সিং। প্রথম স্পেলে ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করা ফিজ ডেথ ওভারে এসে কেন এভাবে খাবি খাবেন! ইনিংসের ডেথ ওভারে ২ ওভারে কাটার মাস্টার মোট ৩২ রান খরচ করেন।

যুক্তরাষ্ট্রের মত দলের বিপক্ষে এভাবে নাকানিচুবানি খেতে হবে, এমনটা হয়ত কেউই আশা করেনি। অথচ কিছু দিন আগেও আইপিএলে বল হাতে কি অনবদ্য পারফর্ম করে এসেছেন এই টাইগার পেসার। এবার মুস্তাফিজের এমন পারফর্মেন্স নিয়ে মুখ খুললেন গতকাল স্বাগতিকদের হয়ে ম্যাচ জয়ের নায়ক হারমিত সিং।

গতকাল ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলা ভারতীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার বলেন, প্রেইরি ভ্যালির প্রবল বাতাসের মধ্যে বাংলাদেশ মুস্তাফিজকে ভুলভাবে ব্যবহার করেছে।

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার বলেন, ‘আমরা ভেবেছিলাম তিনি বাতাসের বিপরীতে বল করবেন। কিন্তু আমাদের ভুল প্রমাণ করে তিনি অন্য এন্ডে বাতাসের দিকে বল করা শুরু করলেন। তখনই আমরা বুঝতে পেরেছি, এখন আমাদের ওভারে ২০ রান নেওয়ারও সুযোগ আছে। তারা আমাদের হালকাভাবে নিয়েছিল কি না আমি জানি না (কি ঘটেছে)।’

তবে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করা যাবে বলে শুরু থেকেই বিশ্বাস ছিল এই তারকা অলরাউন্ডারের, ‘উইকেট যেমন ছিল, তাতে এই রান ১৮তম ওভারে তাড়া করতে পারব বলে ভরসা ছিল। আমরা এমন ধীরগতির উইকেটে খেলতে অভ্যস্ত। বাংলাদেশিদের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে, যে কারণে তারা একটু ধীরে এগিয়েছে। ব্যাটসম্যানদের প্রতি সম্মান জানাই, তারাই আমাদের লড়াইয়ে রেখেছে। যখন আমাদের শেষ ৪ ওভারে ৫০ রান লাগত, তখনও এই রান তাড়া করতে পারব বলে নিজের প্রতি ভরসা ছিল।’

এভাবে যুক্তরাষ্ট্র দলটিকে জেতানোর মতো আরও বেশ প্রতিভাবান ক্রিকেটার আছেন বলে মন্তব্য হারমিতের, ‘ম্যাচ শুরুর আগেও সতীর্থদের বলেছি, বাংলাদেশ কাগজে–কলমে ভালো দল, তবে লড়াই ছাড়াই যদি আমরা খেলি, সেটি ভালো কোনো বার্তা দেবে না। আমরা আমাদের হোম কন্ডিশন জানি। এখানকার সবকিছুই আমাদের পরিচিত। টি-টোয়েন্টিতে দুয়েকটি ভুল, বিশেষত পাওয়ার প্লেতে তাদের আমরা পিছিয়ে দিই। যা ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে। এমন জয়ের সুযোগ সবসময় পাব না। তবে আমাদের দলে জেতানোর মতো যথেষ্ট ক্রিকেটার আছে।’

মুস্তাফিজ দুই উইকেট নিয়ে শুরুতে স্বাগতিকদের চাপে ফেললেও, শেষ দুই ওভারে ৩২ রান দিয়ে কার্যত ম্যাচ তাদের হাতে তুলে দিয়েছেন। যা টাইগার বোলারদের মধ্যে তাকে সবচেয়ে বাজে ইকোনমিও (১০.২৫) উপহার দিয়েছে। তিন ম্যাচের প্রথমটিতে জিতে টি–টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। একই ভেন্যুতে আগামী ২৩ মে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে