ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

শেষ সময়ে দুই পরিবর্তন নিয়ে আবারও বিশ্বকাপ দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৩ ১২:০৩:২৪
শেষ সময়ে দুই পরিবর্তন নিয়ে আবারও বিশ্বকাপ দল ঘোষণা

দল পরিবর্তনের আর মাত্র ২দিন বাকি আছে। আইসিসির বেধে দেয়া সময় ২৫ তারিখ পর্যন্ত। ঠিক সেই সময়টার ফায়দা নিল নেদারল্যান্ডস। শেষ মুহুর্তে বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো তারা। দুই পরিবর্তন নিয়ে নতুন ১৫ সদস্যের দল ঘোষণা করলো নেদারল্যান্ডস। ইনজুরিত পড়ে বাদ পড়েছেন ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। আর এই দুজনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইনকে।

পুরনো পিঠের চোটে আবারও ফিরে এসছে ক্লাসেনের। আর এই কারণে বাদ পড়েছেন তিনি। অপর দিকে হাত ভেঙে বাদ পড়েছেন ডোরাম। বদলি হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে কাইল ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার।

২৭ বছর বয়সী লেগ স্পিনার সাকিব জুলফিকার নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ছয় টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন এখনও পর্যন্ত ডাচদের হয়ে খেলেছেন ১টি টি-টোয়েন্টি। চলতি বছরের শুরুর দিকে নেপালের বিপক্ষে সেই ম্যাচে আবার করেছেন মোটে ১ ওভার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বর্তমানে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে খেলবে নেদারল্যান্ডস। সঙ্গী হিসেবে আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে