ঈদের আগে চিকিৎসকদের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ঈদের আগেই দেশের চিকিৎসকদের জন্য আসছে দারুণ এক সুসংবাদ। দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হতে যাচ্ছে—পদোন্নতি ও বেতন বৃদ্ধির দ্বৈত উপহার নিয়ে হাজির হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
মঙ্গলবার (১৩ মে) সকালে বিআইসিসিতে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় তিনি বলেন,
“সরকার ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বাড়ানোর প্রস্তাবও রয়েছে, যা দ্রুতই বাস্তবায়নের পথে।”
এই ঘোষণায় চিকিৎসক সমাজে আনন্দের জোয়ার বইছে। অনেকে একে দেখছেন স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও গর্বিত করার একটি উদ্যোগ হিসেবে।
তবে দায়িত্ব পালনের আহ্বানও ছিল সাফ
সুযোগের পাশাপাশি এসেছে সতর্কবার্তাও। স্বাস্থ্য উপদেষ্টা স্পষ্টভাবে বলেন,
“সবাই সুযোগ নিতে চায়, কিন্তু দায়িত্ব নিতে চায় ক’জন? সময়মতো হাসপাতালে না গেলে জনগণের আস্থা নষ্ট হয়। যেসব চিকিৎসক আন্তরিকভাবে কাজ করছেন, তারাই ভবিষ্যতের নেতৃত্বে থাকবেন।”
বিশেষ করে চক্ষু চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “দৃষ্টি ফেরানো মানে একজন মানুষের পুরো জীবন বদলে দেয়া। যারা ভালো কাজ করছেন, তাদের এখন আরও দায়িত্ববান হতে হবে।”
গ্রামে ডাক্তার নেই—সমাধান কোথায়?
নূরজাহান বেগম তুলে ধরেন দেশের আরেকটি বাস্তবতা:
“গ্রামে ভালো চিকিৎসক নেই। এটা মেনে নেয়া যায় না। উন্নত স্বাস্থ্যসেবা শুধু শহরের মানুষের একচেটিয়া অধিকার নয়। চিকিৎসকদের এগিয়ে আসতে হবে, প্রয়োজনে নিজেরাই যেতে হবে সেই দুর্গম জনপদে।”
স্বাস্থ্যখাতে রূপান্তরের ইঙ্গিত
এই ঘোষণাগুলো নিছক আশ্বাস নয়—স্বাস্থ্যখাতের জন্য নতুন দিগন্তের বার্তা। একদিকে পদোন্নতি, অন্যদিকে বেতন বৃদ্ধির মতো অর্থনৈতিক স্বীকৃতি। তার চেয়েও বড় বিষয়, এই উদ্যোগ দায়িত্ববান চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান।
ঈদের আগে এই সুখবর শুধু চিকিৎসকদের জন্য নয়, বরং দেশের স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যতের জন্যও এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। সময় এখন সুযোগ আর দায়িত্বকে একসঙ্গে ধারণ করার।
FAQ (সচরাচর জিজ্ঞাসা):
১. কবে থেকে চিকিৎসকদের বেতন বাড়বে?
সরকার দ্রুতই বেতন বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা, তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি।
২. কারা এই পদোন্নতির আওতায় আসবেন?
সারাদেশের বিভিন্ন পর্যায়ের অন্তত ৭ হাজার চিকিৎসক পদোন্নতির আওতায় আসবেন।
৩. বেতন কত বাড়বে?
এখনো নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির পরিমাণ জানানো হয়নি। প্রস্তাব মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
৪. এই সুবিধা কি সরকারি চিকিৎসকদের জন্য প্রযোজ্য?
হ্যাঁ, এই ঘোষণা মূলত সরকারি চিকিৎসকদের জন্যই প্রযোজ্য।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- hobart hurricanes vs adelaide strikers: প্রথম ওভার উইকেট পেলেন রিশাদ
- নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা, বেতন বাড়ছে কত গুণ?
- কমলো সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত
- পে-স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবীদের যা জানালেন গভর্নর ড. মনসুর
- ক্ষমতার নতুন সমীকরণ: জাতীয় সরকার গঠন করছে বিএনপি ও জামায়াতে?
- Earthquake Today: ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়
- Big Bash: শীর্ষ ৫ উইকেট শিকারী বোলারের তালিকা উল্টে পাল্টে দিল রিশাদ
- টি-২০ বিশ্বকাপ কি খেলবে বাংলাদেশ? বিসিসিআইয়ের জবাবে নতুন মোড়
- স্বর্ণের দাম: আজ বাংলাদেশে ১৮ ক্যারেট,২১ক্যারেট,২২ক্যারেট সোনা ও রুপার দাম
- বাংলাদেশ নিয়ে চূড়ান্ত ঘোষণা! এগিয়ে এল চীন-পাকিস্তান!
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল কবে? নতুন তারিখ জানাল অধিদপ্তর
- Noakhali Express vs Rangpur Riders: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- দুই আসনের নির্বাচন স্থগিত