ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ হলো লংকান প্রিমিয়ার লিগের নিলাম, দেখেনিন ৫ দলের চূড়ান্ত স্কোয়াড ও বাংলাদেশীদের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০৬ ১৫:১৬:০৪
শেষ হলো লংকান প্রিমিয়ার লিগের নিলাম, দেখেনিন ৫ দলের চূড়ান্ত স্কোয়াড ও বাংলাদেশীদের অবস্থান

তবে ড্রফটে এবার সবচেয়ে বেশি দল পেয়েছে পাকিস্তানি এবং আফগানিস্তানের ক্রিকেটাররা। লঙ্কা প্রিমিয়ার লিগে দল পাইনি কোন বাংলাদেশী ক্রিকেটার। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। দেখে নিন প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড।

জাফনা কিংস স্কোয়াড: এভিন লুইস, থিসারা পেরেরা, হার্দুস ভিলজোয়েন, ধনঞ্জয়া ডি সিলভা, শোয়েব মালিক, শাহনওয়াজ দাহানি, রহমানুল্লাহ গুরবাজ, মহেশ থেকশানা, বিনুরা ফার্নান্দো, দুনিথ ওয়েললাগে, ত্রিস্তান স্টাবস, প্রবীণ জয়াবিক্রমা, সুমিন্দা লক্ষন, সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নিপুন দানঞ্জয়া, বিজয়কান্ত বিয়াস্কান্ত, থিসান বিদুষণ, থিভেন্দিরাম দিনোশান, আশান রন্দিকা

গল গ্ল্যাডিয়েটরস স্কোয়াড: ইমাদ ওয়াসিম, দানুশকা গুনাথিলাকা, ফাহিম আশরাফ, দুশমান্থা চামেরা, জান্নেমান মালান, শেরফানে রাদারফোর্ড, আজম খান, কুসল মেন্ডিস, লক্ষন সান্দাকান, নুয়ান থুশারা, সরফরাজ আহমেদ, পুলিনা থারাঙ্গা, নুওয়ানিদু ফার্নান্দো, নিমেশ মালঞ্চা, নিমেশ মালিকান, নুওয়ান থুশারা। শচিন্দু কলম্বেজ, লক্ষন গামাগে, থারিন্দু কৌশল, সাম্মু আশান

কলম্বো স্টারস স্কোয়াড: ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসিফ আলি, চরিথ আসালাঙ্কা, ডমিনিক ড্রেকস, ফজলহক ফারুকী, নবীন-উল-হক, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া লক্ষন, করিম জানাত, সিকুগে প্রসন্ন, জেফরি ভানডার্স, ইশানাইয়া, ইশানাইয়া, ধনঞ্জয়া লক্ষন। লক্ষীতা মানসিংহে, কেভিন কোত্থিগোদা, চথুরাঙ্গা কুমারা, নভোদ পারনাভিথানা, চামোদ ব্যাত্তেজ

ডাম্বুলা জায়ান্টস স্কোয়াড: ডি’আর্সি শর্ট, দাসুন শানাকা, বেন কাটিং, ভানুকা রাজাপাকসে, সন্দীপ লামিছনে, টিম সেফার্ট, হায়দার আলি, চতুরাঙ্গা ডি সিলভা, রমেশ মেন্ডিস, নুয়ান প্রদীপ, শেলডন কটরেল, থারিন্দু রত্নায়েকে, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রোয়েস, পের্পুলেরা। দিলুম সুদেরা, সচিতা জয়থিলাকে, দুশান হেমন্ত, সাচা দে আলউইস, রবিন্দু ফার্নান্দো

ক্যান্ডি ফ্যালকনস স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ফ্যাবিয়ান অ্যালেন, চামিকা করুণারত্নে, আন্দ্রে ফ্লেচার, ডিভাল্ড ব্রেভিস, ক্রিস গ্রিন, ইসুরু উদানা, মাথিশা পাথিরানা, আশেন বান্দারা, উসমান শিনওয়ারি, কামিন্দু মেন্ডিস, আশান প্রিয়াঞ্জন, মিনোদ ভানুকা, আশিয়ান ড্যানিয়েল, আশিয়ান পেরিকা। মালিন্দা পুষ্পকুমারা, জেনিথ লিয়ানাগে, লাসিথ আবেয়ারত্নে, কাভিন বান্দারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে