ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কাশ্মির ইস্যু সমাধান খুঁজতে বৈঠকে বসছে ওআইসি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ০৭ ১৬:২৭:০০
কাশ্মির ইস্যু সমাধান খুঁজতে বৈঠকে বসছে ওআইসি

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল এক টুইটবার্তায় বলেন, ওআইসির আলোচনায় কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী।

এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ ফয়সাল জানান, জম্মু-কাশ্মির নিয়ে ভারতের নিন্দনীয় ও অবৈধ এ সিদ্ধান্তের ফলে নিয়ন্ত্রণ রেখার বিষয়ে ওআইসির বৈঠকে সিদ্ধান্ত হবে।

এদিকে কাশ্মির ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনী তাদের করণীয় নির্ধারণে রাওয়ালপিন্ডিতে দীর্ষ এক বৈঠক করেছে। এরপরই কাশ্মিরিদের প্রতি সমর্থন এবং পাশে থাকার ঘোষণা দেয় আইএসপিআর। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মিরিদের প্রতি দায়বদ্ধতা পূরণে যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে