ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমদের মতো এগোচ্ছে না জুনিয়ররা: আকরাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ২৩:৫৪:৪০
সাকিব-তামিমদের মতো এগোচ্ছে না জুনিয়ররা: আকরাম

মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক অধিনায়ক আকরাম খানও বললেন একই কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সিনিয়রদের পথ অনুসরণের পরামর্শ দিলেন তরুণদের।

সিনিয়রদের মতো তরুণরাও পারফরর্ম করলে বাংলাদেশ দল আরও শক্তিশালী হতো উল্লেখ করে আকরাম বলেন, ‘আমাদের জুনিয়ররা পারফর্ম করছে কিন্তু ধারবাহিকভাবে না। ওরা যদি ধারাবাহিক পারফর্মেন্স দিতে পারে তাহলে দলটা শক্তিশালী হবে।’

মাশরাফী, সাকিব, তামিমদের ধারাবাহিক পারফরর্ম নিয়ে আকরাম বলেন, ‘এখানে দুইটা জিনিস রয়েছে। একটা হলো কৃতিত্বটা আমি নির্বাচকদের দেব। মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ একটা দেশের হয়ে টানা ক্রিকেট খেলে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। ওদের ব্যক্তিগত পারফর্মেন্স কিন্তু অনেক ভালো ছিল।’

তিনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ লেভেল থেকে তামিম-সাকিবদের যেভাবে দেখছি, এখনো কিন্তু আমরা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের একইভাবে দেখছি। কিন্তু সাকিবরা অনূর্ধ্ব-১৯ এর পর যেভাবে উন্নতি করেছে, ব্যক্তিগতভাবে যেভাবে এগিয়ে গেছে সেভাবে কিন্তু আমাদের জুনিয়ররা এগোচ্ছে না। এই মানসিকতা যদি জুনিয়রদের মধ্যে আসে তাহলে দ্রুত ভালো ভালো প্লেয়ার পেয়ে যাব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে