ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোডসের মতে মাশরাফির বিকল্প হবেন টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৮ ১৮:৩৯:৫৩
রোডসের মতে মাশরাফির বিকল্প হবেন টাইগার

একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাস দীর্ঘদিন ধরেই অনূভব করছে বাংলাদেশ। কখনো জিয়াউর রহমানের মাঝে সেই অলআউন্ডারকে খোঁজা হয়েছে। খুব বেশি প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। হালে আরিফুল হকের মাঝে আশা দেখছেন কেউ কেউ।

তবে বয়স কম বলে সাইফউদ্দিনকে নিয়ে আশা একটু বেশিই। বৃহস্পতিবার বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস যেমন বললেন, ‘আমার মনে হয় সাইফউদ্দিন খুবই ভালো একজন অলরাউন্ডার। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য আছে ওর। খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট অবশ্য খেলেনি ও। দল থেকে বাদ পড়েছিল, আবার দলে এসেছে। আশা করছি সে ধীরে ধীরে আরও পরিণত হয়ে উঠবে।’

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক ফেনীর এই ক্রিকেটারের। বাঁ-হাতে ব্যাট করেন। সঙ্গে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। টি-টুয়েন্টির পর গেল দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে অভিষেক হয় তার। তবে এবছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের পর বাদ পড়ে যান দল থেকে।

জিম্বাবুয়ে সিরিজে ইনজুরির কারণে সাকিব আল হাসান নেই। খেলতে পারবেন না তামিম ইকবালও। সুবাদে দলে ডাক পেয়ে গেছেন সাইফ। যদিও নির্বাচকরা জানিয়েছিলেন অন্য ভাবনার কথা। ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে একজন পেস বোলিং অলরাউন্ডার সন্ধান করছেন তারা।

রোডসও সেই কথাই বললেন। তবে মাশরাফির বিকল্পও সাইফউদ্দিনের মাঝে খুঁজে পেতে চান রোডস, ‘মাশরাফি দারুণ করছে, অধিনায়ক বা বোলার হিসেবে। আবার চোটের সমস্যাও আছে। মাশরাফির কিছু হলে ওরও তো একজন বিকল্প লাগবে। সাইফ উদ্দিন সেই ধরনের খেলোয়াড়।’

সর্বিকভাবে সাইফউদ্দিনে চোখে পড়েছে বাংলাদেশ কোচের, ‘ওকে (সাইফউদ্দিন) আরও বেশি খেলার সুযোগ দিতে হবে যেন সে নিজেকে প্রস্তুত করতে পারে। ওর মনোভাব এবং শরীরী ভাষা আমার ভালো লেগেছে। আগের চেয়ে ভালো মনে হচ্ছে ওকে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে