ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ক্রিকেটটা এ রকমই, দলের ভালোর জন্যই অভিনয়টা করতে হয়’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ১৭ ১১:৫৭:৩৬
‘ক্রিকেটটা এ রকমই, দলের ভালোর জন্যই অভিনয়টা করতে হয়’

এ সময় সংবাদ সম্মেলনে দল-মত নির্বিশেষে নিজের অবস্থান নিয়েও কথা বলেন মাশরাফি। এসময় তাকে বলতে শোনা যায়, অনেক সময় অভিনয় করতে হয়। মূলত মাশরাফি বিন মুর্তজা যে অভিনয়ের কথা বলেছেন সেটি অবশ্যই ইতিবাচক অর্থে।

টানা তিন ম্যাচ জয়হীন বাংলাদেশ জয়ের দেখা পেতে শারীরিক ও মনস্তাত্ত্বিকভাবে কতটা আত্মবিশ্বাসী বোঝাতে মাশরাফি এক চরম বাস্তবতাই তুলে ধরলেন, ‘শারীরিকভাবে সবাই ফিট আছে। ছোট খাট সমস্যা তো থাকবেই। তবে আশা করছি এ ম্যাচের জন্য সবাই ঠিকঠাকই আছে। আর মানসিক ব্যাপারটা একেক জনের একক রকম। অনেক সময় খারাপ থাকলেও অভিনয় করতে হয়। ক্রিকেটটা এ রকমই। দলের ভালোর জন্যই অভিনয়টা করতে হয়।’

তাছাড়া অধিনায়ক হিসেবে মাশরাফি চেষ্টার ত্রুটি রাখছেন না। দলের সবাইকে উজ্জীবিত করতে সর্বোচ্চটাই করছেন। মাশরাফি মনে করেন, একটা জয় দৃশ্যটা বদলে দেবে, ‘বিশ্বকাপে ভালো করতে হলে সেটা একজন-দুজনের পক্ষে সম্ভব নয়। এটা শুধু একজন-দুজনের দায়িত্বও নয়। আবার যার খারাপ যাচ্ছে তারও এটা চিন্তা করা উচিত নয় যে বিশ্বকাপে তাকে একাই দলকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে।

‘বিশ্বকাপজয়ী দলেও দেখবেন সবাই এক রকম খেলতে পারে না। তবে যত দূর সম্ভব দলের কীসে ভালো হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একজন অধিনায়ক হিসেবে আমি সেটা চেষ্টা করেছি। দলের সবাই ঠিক আছে। একটা জয় হয়তো দলকে আরও অনুপ্রাণিত করবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে