ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মিঠুন-সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের সামনে লড়াকু টার্গেট দিল টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২১ ১৩:২০:০৭
মিঠুন-সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের সামনে লড়াকু টার্গেট দিল টাইগাররা

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুন সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস। শুরু ধেকেই আফগান বোলারদের উপর চড়াও হন বিজয়। অন্যদিকে ধীরগতির ব্যাটিং করতে থাকেন ইমরুল। ইতোমধ্যেই দুজনে গড়েছেন অর্ধশত রানের জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৭৮ রান।

সংক্ষিপ্ত স্কোর-বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২৭৮/৯ বিজয় ২৬ (২৪), কায়েস ৪০ (৫৫), মিঠুন ৮৫ (৯৪), নাইম ৪৯ (৫৭), সাব্বির ৩৫ (৩৮), আফিফ ৮ (১৪), রেজা ১ (২), মেহেদি ১০ (১১), রনি ৭*(৪), শফিউল ০ (১), রাহী ১* (১)।

উইকেট পতন: ৫৬/১ (বিজয়), ৯৮/২ (কায়েস), ১৯৫/৩ (নাইম), ২১৮/৪ (মিঠুন), ২৩৫/৫ (আফিফ), ২৩৯/৬ (রেজা), ২৬০/৭ (মেহেদি), ২৬৯/৮ (সাব্বির), ২৬৯/৯ (শফিউল)।

বাংলাদেশ এ একাদশ:আমনামুল হক বিজয়ের (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাইম শেখ, আফিফ হোসেন, শাব্বির রাহমান, ফারহাদ রেজা, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, মাহেদী হাসান, শফিউল ইসলাম,

আফগানিস্তান এ একাদশঃইব্রাহিম জাদরান, রহমুনল্লাহ গুরুবজ (উইকেটরক্ষক), উসমান ঘানি, নাসির জামাল (অধিনায়ক), ফজল নাঈযাই, কায়স আহমেদ, শরফুদ্দীন আশরাফ, নবীনুল হক মুরাদ, সাঈদ আহমদ শরীজাদ, করিম জনাত, দারভিশ রাসুল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে