ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইতিহাসের সেরা লজ্জা পেল কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০৬ ১৮:১৭:১৯
ইতিহাসের সেরা লজ্জা পেল কোহলি

একের পর এক ব্যর্থতার পরিচয় দেয়া বিরাট কোহলি এজবাস্টন টেস্টেও ছিলেন ব্যর্থ। প্রথম ইনিংসে ১১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২০ রান। টানা ব্যর্থতার পরিচয় দিয়ে চার ধাপ পিছিয়েছেন কোহলি। শুধু তাই নয়, ২,৫০৩ দিন তথা ৬ বছরেরও বেশি সময় পর আইসিসি র‌্যাংকিংয়ে সেরা ১০-এর বাইরে ছিটকে পড়লেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি এখন রয়েছেন ১৩ নম্বরে।

এজবাস্টন টেস্টের পর আইসিসি সাপ্তাহিক র‌্যাংকিং প্রকাশ করেছ তাতে দেখা যাচ্ছে ক্যারিয়ারের সর্বোচ্চ সীমায় অবস্থান করছেন ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক জো রুট। আগে থেকেই তিনি ছিলেন শীর্ষে। এবার অর্জন করলেন ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

রুটের বর্তমান রেটিং পয়েন্ট ৯২৩। এর আগে তার ক্যারিয়ার সেরা রেটিং ছিল এর চেয়ে ৬ পয়েন্ট কম, ২০১৫ সালের আগস্টে। দ্বিতীয় স্থানে থাকা মার্নাস ল্যাবুশেনের চেয় ৪৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। স্টিভেন স্মিথ এবং বাবর আজম রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে।

ভারতের মুখ রক্ষা করলেন কেবল রিশাভ পান্ত। এজবাস্টন টেস্টে ১৪৬ এবং ৫৭ রান করেছিলেন তিনি। সে কারণে ৬ ধাপ এগিয়ে তিনি উঠে এলেন ক্যারিয়ার সেরা ৫ম স্থানে। এর আগে সর্বোচ্চ ৭ম স্থান পর্যন্ত আসতে পেরেছিলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সেঞ্চুরির পর এজবাস্টন টেস্টে একাই করলেন উভয় ইনিংসে (১০৬ ও ১১৪*) সেঞ্চুরি। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের ফল পেয়েছেন তিনি। এগিয়ে এসেছেন ১১ ধাপ। চলে এলেন ১০ম স্থানে। অর্থ্যাৎ সেরা ১০-এ।

বোলারদের র‌্যাংকিংয়ে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছেন জেমস অ্যান্ডারসন। এজবাস্টনে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে একবার রয়েছে ৫ উইকেট নেয়ার ঘটনা। অধিনায়ক বেন স্টোকস ২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৩তম স্থানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে