ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ খেলতে মুখিয়ে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ০৮ ২০:০৯:১৯
এশিয়া কাপ খেলতে মুখিয়ে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন

জাতীয় দলের পাশপাশি অনুর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলেননি তিনি। তবে বড়দের এশিয়া কাপ খেলতে মুখিয়ে রয়েছেন সাইফউদ্দিন। এটি নিয়ে বাড়তি রোমাঞ্চও কাজ করছে বলে জানান তরুণ এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলার। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। যদি সুযোগ পাই অবশ্যই আনন্দিত হব।’

লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে নেই সাইফউদ্দিন। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন প্রায় সাড়ে তিন মাস আগে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলে জাতীয় দলে ফিরেও ছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা হয়নি সাইফউদ্দিনের। বোলিং ফিটনেস নিয়ে অসন্তুষ্টি থাকায় চোট থেকে পুরোদমে সারিয়ে তুলতে ভারত পাঠানো হয় তাকে। সেখান থেকে ফিরে এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফুল রান আপে বোলিং শুরু করেছেন তিনি।

নিজের অগ্রগতি নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘কিছু দিন আগে ভারতের দিল্লি থেকে চিকিৎসা নিয়ে এসেছি। এরপর প্রথম ১ সপ্তাহ বেড রেস্ট ছিল। ১ সপ্তাহ পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। ২ দিন ধরে স্কিলের কাজ শুরু করেছি। আজ ফিজিও বায়েজিদ ভাই আমার বোলিং দেখেছে। সব মিলিয়ে পজিটিভ।’

‘প্রথম থেকেই আজ ফুল রান আপে বল করেছি। ইনটেনসিটি হয়তো শতভাগ ছিল না, আস্তে আস্তে বাড়াব। যেহেতু আমার শরীর, আমি তো বুঝতে পারছি অবস্থা। আগের চেয়ে ভালো বোধ করছি বলেই আত্মবিশ্বাসী আমি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে