ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ভার’-এর দাপটে ভারাক্রান্ত কাতার বিশ্বকাপ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ ডিসেম্বর ০৩ ১৬:০২:২৬
‘ভার’-এর দাপটে ভারাক্রান্ত কাতার বিশ্বকাপ

এই ভার-এর আতঙ্কে ভারাক্রান্ত কাতার বিশ্বকাপ। এই প্রযুক্তির মাধ্যমে গ্রুপ পর্ব শেষে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে বাতিল হয়েছে ১৭ গোল। একাধিক লাল কার্ডও দেওয়া হয়েছে ভার-এর সাহায্যে। ভার প্রযুক্তির দায়িত্বে থাকা রেফারি মাঠের রেফারিকে পরামর্শ দিচ্ছেন, তারপর সে অনুযায়ী দেওয়া হচ্ছে সিদ্ধান্ত।

ভার-এর সিদ্ধান্ত অনুযায়ী ওপেন প্লে থেকে বাতিল হয়েছে ৯টি গোল। অর্থাৎ, ফুটবলার গোল দেওয়ার পরে ফাউলের কারণে সেই গোল বাতিল করেছেন রেফারি। ৮টি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। আবার উল্টো ঘটনাও ঘটেছে। অফসাইডের কারণে লাইন্সম্যান যে গোল বাতিল করেছেন, ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পরবর্তীতে সেটাকেই গোল ধরা হয়েছে।

ভারের সাহায্যে লাল কার্ড দেওয়াটা এই বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনসি ফাউল করেন ইরানের মেহদি তারেমিকে। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখান। কিন্তু পরে ভারের সাহায্য নিয়ে লাল কার্ড দেখানো হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে