ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এইমাত্র পাওয়া, সাকিবকে রেখেই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা   

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ১৮:১০:৩৯
এইমাত্র পাওয়া, সাকিবকে রেখেই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা   

তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) চাচ্ছিল অপারেশনটি হোক এশিয়া কাপের পর। মঙ্গলবার অবশ্য বিসিবি সভাপতি সিদ্ধান্তটি সাকিবের উপরই ছেড়ে দিয়েছেন। এদিকে সাকিব আল হাসানকে রেখেই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে হতাশ করলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে দারুণ খেলে বাংলাদেশ। দুটি সিরিজই ২-১ এ জিতে নেয় টাইগাররা। এই ক্যারিবীয় সফর দিয়েই বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক স্টিভ রোডসের। যার দ্বিতীয় মিশন হবে এশিয়া কাপ। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এই আসর। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

ক্যারিবীয় সফর শেষ করে দেশে ফিরেই বোর্ডের কাছে এশিয়া কাপের প্রাথমিক দল চেয়েছিলেন কোচ স্টিভ রোডস। ঈদের আগেই তাই ঘোষণা হলো স্কোয়াড। তবে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ঈদের পরই। বিসিবি জানিয়েছে ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি।

প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ ৩ জন। প্রথমবারের মতো সুযোগ পাওয়া সেই তিনজন হলেন- শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও ফজলে রাব্বি মাহমুদ।

৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড :

মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালিদ আহমেদ, জাকির হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে