ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রমিজ রাজার বাজি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২২ ১৮:০৪:৪৮
রমিজ রাজার বাজি

একশ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে আরেক অভিজ্ঞ রুবেল হোসেনের। বলা চলে, বিশ্বের অন্যতম অভিজ্ঞ দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল।

'বাংলাদেশ দলের ইতিবাচক দিক হচ্ছে এই দলের মূল সদস্যরা। এই গ্রুপে রয়েছে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। এরা অনেক বছর ধরে এক সাথে খেলছে। দারুণ পারফর্মেন্স করে আসছে তারা, দলকে বিপদমুক্ত করে আসছে এবং ম্যাচও জেতাচ্ছে,' বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড বিশ্লেষণে বলেছেন রমিজ রাজা।

অধিনায়ক মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল দুইবার এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মত আইসিসি আসরের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ।

বিশ্ব ক্রিকেটের প্রতিটি বড় আসরেই বাংলাদেশ দলের মিডেল অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুশফিক। এবারের বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করতে হবে এই দুইজনকে। পাকিস্তানের হয়ে ১৯৮ ওয়ানডে খেলা রমিজ রাজা বলেন,

'মাশরাফি বিন মর্তুজা অসাধারণ একজন অধিনায়ক। কারণ সে ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দেয়, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় বাংলাদেশ দলে প্রতিভা রয়েছে। মুশফিক দুর্দান্ত একজন মিডেল অর্ডার ব্যাটসম্যান, দলের ব্যাটিং বিপর্যয়ে সে ভিত গড়ে দেয় এবং অধিনায়কের মতো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের সময়। নির্ভয়ে থাকে, জুটি গড়ার চেষ্টা করে, দারুণ উইকেটরক্ষক সে। উইকেটরক্ষক হওয়ার দরুন সে অধিনায়ককে ফিল্ডিং সাজাতে সাহায্য করে।'

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন বাংলাদেশ দলে। আর সেই কারণে অন্যান্য দলের তুলনায় এক ধাপ এগিয়ে থাকবে টাইগাররা। আইপিএল, সিপিএল, বিগ ব্যাশের মতো বিশ্বমানের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাকিব বাংলাদেশকে এগিয়ে রাখবেন।

ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল রয়েছেন বাংলাদেশ দলে। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা রয়েছে তামিমের। দলের ব্যাটিং লাইন আপে এমন অভিজ্ঞতা থাকলে চাপ অনেকটাই কমে যায় বলে বিশ্বাস রাজার। তিনি বলেন,

'এছাড়া দলে রয়েছে সাকিব আল হাসান। আমরা জানি সে বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। কঠিন সময় এবং গুরুত্বপূর্ণ সময়ে সে অনেক সাহায্য করবে বাংলাদেশ দলকে। এই দলে রয়েছে বিশ্বমানের ওপেনার তামিম ইকবাল। ইংল্যান্ডে তাঁর অভিজ্ঞতা অনেক। কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

'ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট শতকও রয়েছে তামিমের। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে তাঁর নাম তালিকায় রাখা হয়েছে। বিপিএলের ফাইনালে অসাধারন এক ইনিংস খেলেছে সে, ১২ ছয় মেরেছিল সে, দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিল তামিম। আপনার কাছে এমন বিশ্বমানের ওপেনার থাকলে চাপ অনেকটাই কমে যায় ব্যাটিংয়ের ক্ষেত্রে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে