ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশরাফুল বিপিএল খেলার যোগ্য,তবে…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ১২:৪৯:৩০
আশরাফুল বিপিএল খেলার যোগ্য,তবে…

২০১৯ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। এতে অংশ নিতে পারবেন আশরাফুল। তবে সেই জন্য আশরাফুলকে তাকিয়ে থাকতে হবে সাত ফ্র্যাঞ্চাইজির উপর। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মোহাম্মদ জালাল ইউনুস।

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কারণেই ক্রিকেট থেকে নিষিদ্ধ হোন আশরাফুল। অবশেষে ৫ বছর পর উঠে গেছে নিষেধাজ্ঞার জাল। এখন দেশের যে কোনও ক্রিকেটে খেলতে মানা নেই আশরাফুলের। এদিকে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বিপিএলে খেলতে মুখিয়ে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে এতো দিন টি-টোয়েন্টি থেকে দূরে থাকা আশরাফুলকে দলে টানতে ফ্র্যাঞ্চাইজিগুলো কেমন আগ্রহ দেখায়, তা সময়ই বলে দিবে। নিষেধাজ্ঞা উঠে গেলেও আশরাফুলের বিপিএল খেলা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর।

এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সে (আশরাফুল) বিপিএল খেলার যোগ্য। তবে নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিদের ওপর। যেহেতু তার সব ওপেন হয়ে যাচ্ছে সে খেলতে পারবে।এখন তাকে নেয়া না নেয়ার ব্যাপারটি ফ্র্যাঞ্চাইজিদের ওপর।’

এদিকে বিপিএলের ষষ্ঠ আসর চলতি বছরের অক্টোবরে হবার কথা থাকলেও দেশের জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে দেয়া হয়। ফেব্রুয়ারিতে টাইগারদের নিউজিল্যান্ড সফরের আগে রাখা হয়েছে বিপিএল। সাত দল অনুযায়ী পরিকল্পনা করেছে বিসিবি। এখন দল বাড়লে টুর্নামেন্টের সময় বাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের জাতীয় দলের খেলার মাঝে পড়ে যাবে বিপিএলের কিছু ম্যাচ। তাই,আসন্ন বিপিএলে দল বাড়ার সম্ভাবনা নেই। এমনটিই জানিয়েছেন জালাল ইউনুস। বিপিএলের দল প্রসঙ্গে তিনি বলেন,‘বরিশাল বুলস এবারও মনে হয় না থাকবে। আগের বছরের মতো সাতটা দলই থাকবে। আমাদের হাতে সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে। আগামী বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে রওনা দেবে বাংলাদেশ দল। নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্ট লম্বা হবে। কাজেই বরিশালের সম্ভাবনা নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে