ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওরা বিশ্বমানের বোলার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২০ ০৮:৩৬:২৬
ওরা বিশ্বমানের বোলার

সোমবার (১৯ নভেম্বর) বিসিবি একাদশ ও উইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপ করেন তিনি। এ সময় তিনি প্রস্তুতি ম্যাচ ও আসন্ন টেস্ট সিরিজ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মিঠুনের মতে, বাংলাদেশের কন্ডিশনে ভালো করা কঠিন হলেও উইন্ডিজ বলাররা বিশ্বমানের বোলার। তবে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে প্রস্তুতি ম্যাচে তাদের সহজে সামলানো সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

মিঠুন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পেসাররা অবশ্যই ভালো। নিঃসন্দেহে ওরা বিশ্বমানের বোলার। হয়তো উইকেটের কারণে আমরা ওদের স্বচ্ছন্দে ফেস করেছি।’

উপমহাদেশের কন্ডিশনে পেসারদের পক্ষে ভালো করা কঠিন। এছাড়া চট্টগ্রামে স্পিনাররাই সুবিধা পাওয়ার কথা বেশি। আর এসব কারণে প্রথম টেস্টকে সামনে রেখে পেস নির্ভর উইন্ডিজ দলের বোলিং আক্রমণ যেন অনেকটাই অসহায়। উইকেটের প্রভাব সম্পর্কে বলে সাংবাদিকদের মিঠুন জানান, ‘আসলে উইকেটের ওপরে অনেক কিছু নির্ভর করে। উইকেটে কিছু না থাকলে বোলারদের কিছুই করার থাকে না। অনেক সময় একজন অর্ডিনারি বোলারও স্পিনিং উইকেটে ভালো করতে পারে। আবার বিশ্বমানের বোলারও ফ্ল্যাট উইকেটে ব্যর্থ হতে পারে।’

সব মিলিয়ে বিসিবি একাদশের পারফরম্যান্সে বেশ খুশি ঢাকা টেস্টে বাংলাদেশের হয়ে মর্যাদার এই ফরম্যাটে অভিষিক্ত ক্রিকেটার। তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালোভাবে ওদের বোলারদের মোকাবেলা করেছে। ওদের তুলনায় আমাদের শুরুটা অনেক ভালো ছিল। টপ অর্ডারের কথা বিবেচনা করলে অবশ্যই ওদের চেয়ে আমাদের পারফরম্যান্স ভালো।’

প্রস্তুতি ম্যাচে খেলার সুবাদে ক্যারিবীয় বোলারদের সম্পর্কে ধারণা নিতে পেরেছেন মিঠুন। এটি টেস্ট সিরিজে তাকে সাহায্য করবে বলেও বিশ্বাস। তিনি বলেন, ‘ওদের বোলারদের ফেস করেছি, ওদের সম্পর্কে ধারণা পেয়েছি। এটা আমাকে পরের ম্যাচে হেল্প করবেই। যদিও পরের ইনিংস শূন্য থেকেই শুরু করতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে