ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একটা বড় দুঃখ আছে মাশরাফির মনে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ২২:২৬:১৫
একটা বড় দুঃখ আছে মাশরাফির মনে

তা নিয়েই কথা উঠলো। ক্যরিয়ারের শুরুতে কখনো অধিনায়ক হবার স্বপ্ন দেখতেন কি না? আর পুরো অধিনায়ক জীবনটাকে কিভাবে দেখছেন? সবচেয়ে বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়ার অনুভুতি কি? এসব প্রশ্নই করা হলো মাশরাফিকে।

সাধারণতঃ কোনো অর্জন-প্রাপ্তির বিষয়ে প্রশ্ন করা হলে আবেগ-উচ্ছাস এড়িয়ে যান। তবে আজ মাশরাফির স্বীকার করলেন, ‘ওয়ানডেতে দেশকে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেয়ার অনুভুতি অবশ্যই অন্যরকম ভাললাগার।’

তবে এর শেষাংশে আছে মাশরাফি মার্কা কথোপকোথন, ‘২০১৪ সালে যখন আবার নেতৃত্ব পাই, তখন নিজেকে নিয়ে ভবিষ্যতে চিন্তা করা বা খেলোয়াড় হিসেবে নিজে কোনো কিছু সেট করতাম না। ভাবটা এমন ছিল, যেভাবে আছে চলতে থাকুক যতদিন চলে। এভাবেই চিন্তা করেছি। এভাবে করতে করতে প্রায় চার বছর হতে যাচ্ছে। এভাবেই আমার অধিনায়ক জীবন এগিয়ে চলেছে। বাংলাদেশ দলের সবচেয়ে বেশি সময় অধিনায়কত্ব করতে পেরেছি যা আমার এবং আমার পরিবারের জন্য খুবই গর্বের। কাল যদি মাঠে নামতে পারি, তাহলে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করার সুযোগ হবে। সেটাতো অবশ্যই এটা নাইস ফিলিংস। তবে আমার কাছে দলের ১১জন, যারা পারফর্মার আছে সেই দলের মেম্বার হয়ে থাকাও কিন্তু বিরাট গর্বের ব্যাপার।’

শুরু থেকে আজ পর্যন্ত অধিনায়ক মাশরাফির সময়টা কেমন কাটলো? এমন প্রশ্নের জবাবে মাশরাফির ব্যাখ্যা, ‘আসলে কোনরকম আশা নিয়ে শুরু করিনি। দু’বার অধিনায়কত্ব পেয়েছি। শুরুতে এক-দুই-তিন বা চার-পাঁচ ম্যাচ পর ইনজুরিতে পড়ে গিয়েছি। কতবার আহত হয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছি, একদম গুণে বলা কঠিন; কিন্তু বেশ শুরুতে আমি ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছি। লং টাইম বাইরে ছিলাম। পরেরবার আবার একই পরিস্থিতি। অধিনায়কত্ব আমার ইস্যু ছিল না। আমার জন্য বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলাটাই ছিল অনেক বড় ব্যাপার। পরেরবার যখন অধিনায়কত্ব পেয়েছিলাম তারপর থেকে অনেক কিছু আমি ভাবিনি। আর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন দল পরিচালনার দায়িত্ব পাই, তখন অনেক আশা ছিল। টেস্ট ক্রিকেটে তখন ফুল রিদমে খেলছিলাম। ২০০৮ সালে আমি লাল বলে খুব ভালো ফর্মেও ছিলাম। আসলে তখন অনেক আশা ছিল।’

তিনি পিছন ফিরে তাকানোর মানুষ নন। তবে ওপরের কথাগুলো বলে দেয় ইনজুরি আর অপারেশন যে তার টেস্ট ক্যারিয়ারের সর্বনাশ ডেকে এনেছে- সেটাও একটা বড় দুঃখ। যার প্রকাশ হয়ত নেই। তবে যন্ত্রনা আছে অবশ্যই। সেটা চোখে দেখা যায় না। মাশরাফিও বুঝতে দেন না। তবে ভিতরে অস্ফুট যন্ত্রনার কাঁটা বিধেই আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে