ঢাকা, রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

১৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ফিফটি তুলে নিয়ে বিসিবিকে উচিত জবাব দিলো মেহেদী হাসান মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ২৫ ১৫:০২:৩৮
১৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ফিফটি তুলে নিয়ে বিসিবিকে উচিত জবাব দিলো মেহেদী হাসান মিরাজ

চলছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। চলছে সুপার লিগের খেলা। আজ মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ৩১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহামেডান।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। ৩০ রানের মধ্যেই মোহামেডানের ২ উইকেট তুলে নেয় প্রাইম ব্যাংক। এরপর প্রতিরোধ গড়ে তোলেন রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন।

তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৩৮ রানের পার্টনারশিপ। ৭৭ বলে ৫০ রান করে বিদায় নেন অঙ্কন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ২৮ ও আরিফুল হকের ১৩ বলে ২১ রানের ইনিংস রেখেছে কার্যকরী ভূমিকা।

তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রনি তালুকদার। ১৩১ বলে ১৪১ রান করা এই ওপেনার হাঁকান ৮টি চার ও ৯টি ছক্কা। শেষদিকে চার-ছক্কায় মাতিয়ে ক্যামিও সাজান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া মেহেদী হাসান মিরাজ। ২৯ বলে ৫৩ রানে অপরাজিত থেকে মিরাজ দলীয় পুঁজি নিয়ে যান ৩১৭-তে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে