ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবারের বিপিএলে ষষ্ঠ আসরে সেরা ৫ বাংলাদেশী ব্যাটসম্যান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২০ ১৭:৩৭:৪৫
এবারের বিপিএলে ষষ্ঠ আসরে সেরা ৫ বাংলাদেশী ব্যাটসম্যান

১. জুনায়েদ সিদ্দিক : দেশি ক্রিকেটারদের মধ্য প্রথম ও সব মিলিয়ে চতুর্থ স্থানে আছেন জুনায়েদ সিদ্দিক। সবগুলো ম্যাচেই দুই অঙ্কের রান পাওয়া জুনায়েদ সিদ্দিকের ইনিংস সর্বোচ্চ রান ৭০। একটি অর্ধ শতকে তার মোট সংগ্রহ ২০৩ রান। তার দল খুলনা টাইটান্স ভালো করতে না পারলেও ব্যাট হাতে জুনায়েদের সেরা বিপিএল হতে যাচ্ছে এবার। গত বিপিএলের আসরগুলোতে সুযোগ পাননি ঠিকমতো। এবার সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।

২. মুশফিকুর রহিম : দেশীদের মধ্যে দ্বিতীয়তে আছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। দুইটি অর্ধ-শতকে মাত্র পাঁচ ম্যাচেই মুশফিকের সংগ্রহ ১৯১ রান। ইনিংস সর্বোচ্চ রান ৭৫। মুশফিকের মতোই দারুণ পারফর্ম করছে তার দল চিটাগাং ভাইকিংসও।

৩. মাহমুদউল্লাহ রিয়াদ : তৃতীয়তে রয়েছেন টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ ম্যাচে সংগ্রহ ১৫১ রান। সর্বোচ্চ রান ৫০।

৫. সাব্বির রহমান : তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন সিক্সার্স ব্যাটসম্যান সাব্বির রহমান। ৭ ম্যাচে তার রান ১৪১। এক অর্ধশতকে তার সর্বোচ্চ রান ৮৫। যা বিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে