ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলে সপ্তম আসরে অংশ নিতে কুমিল্লার দুই শর্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২২ ১৪:১২:১৭
বিপিএলে সপ্তম আসরে অংশ নিতে কুমিল্লার দুই শর্ত

কিন্তু নতুন নিয়ম নিয়ে কিছুটা আপত্তি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সাকিবকে না পেলে আসরে অংশ নিবে না রংপুর। রীতিমত এমন ঘোষণা দিয়েছে দলটির মালিকপক্ষ। তবে তারা মাশরাফিকে রেখেই দল সাজাতে প্রস্তুত। অন্যদিকে নিয়ম মেনে সাকিবকে ধরে রাখতে চায় ঢাকা।

ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল, ‘সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম। অথচ এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি। কোন ফ্র্যাঞ্চাইজিই ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেকহোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

গতকাল বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি পারশিয়ালি গ্রাউন্ড রাইটস বা টিকিট রাইটস আমাদের অংশীদার করতে হবে। কীভাবে বিক্রি করব সেটা আমাদের দায়িত্ব।’

এদিকে ক্রিকেটারদের ক্ষেত্রে বিদ্যমান আইনের পরিবর্তনের পক্ষে নন নাফিসা কামাল, ‘রিটেনশনের মধ্যে যদি চার জন করা হয় তাহলে কিন্তু দেশি-বিদেশি সবকিছুই কাভার হয়ে যায়। আমরা শুধু আগের আসর তার আসরের রিটেনশন নিয়ম যেটা ছিল ওটাই ধরে রাখতে চাচ্ছি। চারজন রিটেনশন আছে, দুই জন বিদেশি সাইনিং আছে ওনাদের কথানুযায়ী দেশি বিদেশি মিলিয়ে সবই নতুন হবে। এখন লোকাল নতুন হবে এবং দুইটা বিদেশি নতুন সাইনিং হবে, এটা মানাই যায় না।’

এদিকে বিপিএলএ দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ঠ আচরন করছে বিসিবি, সেই অভিযোগ কুমিল্লা ভিক্টোরিয়ান ফ্রাঞ্চাইজির- ‘আমরা সবসময় দেখে আসছি দেশি প্লেয়ারদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়। এটা পক্ষপাতিত্ব বাড়িয়ে দেয় যে দেশিটা ফ্রেস হবে আর বিদেশি সাইনিং বাইরে থেকে হবে। এমন হয ফরেন সাইন বাইরে থেকে করা হয়। কিন্তু যে পরিমানে করা হয় সে পরিমানে ৫-৬ টা দেশি প্লেয়ার কিনে নেওয়া হয়। এটা দেশি প্লেয়ারদের সঙ্গে আনফেয়ার করা হচ্ছে। আমরা প্রস্তাব দিয়েছি আগেরটাই ধরে রাখতে চাই।’

তাছাড়া আইকন ক্যাটাগরী থেকে মুশফিককে দলে নেয়ার মধ্যে বিধি বর্হিভুত কিছু দেখতে পাচ্ছেন না নাফিসা কামাল, ‘আমি বিশ্বকাপের মাঝপথে মুশফিককে সাইন করিয়েছি। তামিম বিশ্বকাপের আগেই খুলনাতে গেছে। সো তখন কেন ইস্যু হয়নি? আমাদের তখন জানালে আরো ভাল প্রস্তুতি নিতে পারতাম। এখন হঠাৎ করে একটি ইস্যুকে কেন্দ্র করে পুরো কাঠামো পরিবর্তেনর পক্ষে আমি নই।’

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের বক্তব্য মোতাবেক স্পষ্ট যে, তারা রিটেনশন এবং রিভিনিউ ইস্যুতে ক্লিয়ার দিক নির্দেশনা পেলেই কেবল বিপিলে অংশ নিবে। নচেৎ বিপিএল থেকে নিজেদের গুটিয়ে নিবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে