ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় দেশের কর্মীদের যাতায়াতের সুযোগ নিয়ে সৌদি সরকারের জরুরী ঘোষণা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ১৪ ২২:১৯:১৮
ছয় দেশের কর্মীদের যাতায়াতের সুযোগ নিয়ে সৌদি সরকারের জরুরী ঘোষণা

এরপর আগামী বছরের জানুয়ারি থেকে যাতায়াতের সকল ধরণের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। রবিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি আরব এই ঘোষণা দেয়।

সৌদি সরকার জানিয়েছে গাল্ফ কো-অপারেশন কাউন্সিল- জিসিসি সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব) নাগরিকরা ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

এক্ষেত্রে তাদের ভ্রমণের আগে ৪৮ ঘন্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এই সকল দেশের এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, রেসিডেন্সি পারমিট ও ভিজিট ভিসাধারীরা এই সুযোগ পাবেন।

এছাড়াও সৌদি আরবের নাগরিকরা বিশেষ কাজের জন্য দেশের বাইরে যেতে পারবেন। ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি নাগরিকরা এই সুবিধা পাবেন।

সেক্ষেত্রে কূটনৈতিক, বানিজ্যিক, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাজ, পরিবারের সদস্যরা বাইরে থাকলে, বিদেশে শিক্ষা এবং চিকিৎসাসহ কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কাজে দেশের বাইরে যাওয়ার সুযোগ পাবেন সৌদি নাগরিকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে