ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাবর-খাজাদের পাত্তা দিচ্ছেন না লিটন, ২০২২ সালে লিটনই রাজা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ মে ২৪ ১৪:২৩:৪৫
বাবর-খাজাদের পাত্তা দিচ্ছেন না লিটন, ২০২২ সালে লিটনই রাজা

এত আলোচনা, এত সমালোচনা মুখ বন্ধ করে সয়ে গেছেন লিটন। জবাবটা দিয়েছেন ব্যাট হাতে, পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েন। এরপর এমনভাবে ফিরলেন, তেড়েফুঁড়ে বিশ্বের বাকি সব ব্যাটারকে পেছনে ফেলে ছুটছেন তো ছুটছেনই!

গত কয়েক মাস ধরেই লিটন আছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে চলতি বছরটা স্বপ্নের মত কাটাচ্ছেন লিটন। তিনি মাঠে নামলেই বড় ইনিংস খেলবেন- এটা যেন নিয়মে পরিণত হয়েছে। পরিসংখ্যান আর রেকর্ডের পাতায় লিটন পাচ্ছেন এর ফলাফলও। রান করতে করতে চলতি বছরের সর্বোচ্চ রান স্কোরার হয়ে গেছেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় লিটনই ২০২২ সালে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের মালিক। এখন পর্যন্ত ৯১৫ রান করেছেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংস শেষে লিটনের চেয়ে বেশ পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা উসমান খাজা, এ বছর যার রান ৭৫১। ৭৩৯ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের বৃত্ত অরবিন্দ। ৭৩২ রান নিয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম।

এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রে লিটন ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাথওয়েট, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও পাকিস্তানের বাবর আজমকে। এক্ষেত্রে লিটনের ওপরে আছেন শুধু উসমান খাজা ও শীর্ষে থাকা জো রুট। ৮ ইনিংস খেলা লিটনের চেয়ে খাজা ৩ ইনিংস কম খেলে করেছেন ৭৫১ রান। ১২ ইনিংসে ইংল্যান্ডের সদ্য সাবেক অধিনায়ক জো রুটের রান ১১৭৫।

এ বছর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান লিটনের। এখন পর্যন্ত নামের পাশে আছে ৫০৬ রান। সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৮টি অর্ধশতক আছে লিটনের। যৌথভাবে আছে সর্বোচ্চ ৩টি শতক। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ২০২২ সালে টেস্টে সর্বোচ্চ রান লিটনের- ৩৯৬।

এত এত রেকর্ড গড়া লিটন বছর শেষে কোথায় গিয়ে দাঁড়াবেন, কোন চূড়ায় গাঁথা হবে তার শ্রেষ্ঠত্বের পতাকা- তা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের একজন ব্যাটারের এমন দাপুটে পারফরম্যান্সে বলাই যায়- ২০২২ সালে এখন অবধি রানের রাজা লিটন! অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর সবচেয়ে বেশি রানের অধিকারী হওয়াটা তো সে কথাই বলছে!

২৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদশ জড়ো করেছে ৩৬৫ রান। মুশফিকের অপরাজিত ১৭৫ রানের ইনিংসের সাথে লিটনের ১৪১ রানের ইনিংসেই এই মহাকাব্যিক প্রত্যাবর্তনের নজির গড়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরটস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে