ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুনিম-বিজয়কে ফ্রি খেলার অনুমতি দেয়া হয়েছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০২ ২১:৫০:৪৭
মুনিম-বিজয়কে ফ্রি খেলার অনুমতি দেয়া হয়েছে

দু’ দু’জন পরিণত ও অপরিহার্য্য সদস্য ছাড়া একাদশ সাজানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাটিং অর্ডারেও সম্ভবত বড় ধরনের পরিবর্তন আসছে। নির্বাচক হাবিবুল বাশারের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের ওপেনিং জুটিতেও রদবদল ঘটবে। আসলে না ঘটিয়ে উপায়ও নেউ।

গত বছর অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলা নাইম শেখ আর সৌম্য সরকার এবার দলেই নেই। অপর ওপেনার লিটন দাস থাকলেও তাকে মনে হয় মিডল অর্ডারে খেলানোর চিন্তা ভাবনা চলছে। হাবিবুল বাশারের কন্ঠে আভাস, মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়কে দিয়ে ইনিংসের সূচনা করানোর চিন্তা চলছে।

এ সম্পর্কে নির্বাচক বাশারের কথা, ‘মোস্ট লাইকলি মুনিম ওপেনিং করবে। সাথে হয়তো এনামুল শুরু করবে। দু’জনেই বেশ রোমাঞ্চকর ক্রিকেট খেলে থাকে।’

ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে এ নির্বাচক বোঝানোর চেষ্টা করেন, ‘যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই টিম বাংলাদেশ নতুন ছক কষার চেষ্টা করছে এবং আগের রীতি থেকে বের হয়ে পাওয়ার প্লে কাজে লাগাতে হাত খুলে খেলার কথা ভাবা হচ্ছে। আর তাই ফ্রি-স্ট্রোক মেকার মুনিম শাহরিয়ারের সঙ্গে আরেক স্ট্রোক প্লেয়ার বিজয়কে দিয়ে ওপেন করানোর কথা ভাবা হচ্ছে।’

‘দেখুন আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটটা আমরা ভিন্ন খেলতে চাচ্ছি এবার। যেটা নিশ্চিতভাবে টিম ম্যানেজমেন্টেরও চাওয়া যে আমরা শেষ যে টি-টোয়েন্ট ম্যাচগুলো খেলেছিলাম পাওয়ার প্লে’টা আমরা অতো ভালো ব্যবহার করতে পারিনি। আশা করছি আমাদের নতুন যে দুই ওপেনার আছেন তারা প্রথম ৬ ওভারটা ভাল ব্যবহার করতে পারবেন। সে উদ্দেশ্য নিয়েই কিন্তু দু’জনকে দলে নেওয়া হয়েছে। নিশ্চিতভাবে তাদের ওপর আমরা কোন চাপ দিচ্ছি না। কিন্তু আমরা চাইব তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে, যেটা আমরা আশা করছি পাওয়ার প্লে‘তে যে ব্যাটিংটা দেখতে চাই আমরা। সেটা করতে গিয়ে তারা যদি ফেইল করে আমরা কিছু মনে করব না।

কারণ তাদেরকে সেই লাইসেন্সটা দিয়েই দলে নেওয়া হয়েছে যে তারা যে তাদের স্বাভাবিক খেলাটা খেলেন এবং প্রথম ৬ ওভারটা যেন ব্যবহার করেন। সেটা করতে গিয়ে যদি ফেইল করেন কোনো অসুবিধা নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে