ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ০৯ ১৬:৩৪:৪৫
এশিয়া কাপে ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকলেও এশিয়া কাপে খেলার কথা ছিল বুমরাহর। তবে পিঠের চোট তাকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে। এদিকে পাঁজরের চোটে এশিয়া কাপের বিবেচনায় ছিলেন না ডেথ ওভার স্পেশালিষ্ট হার্শাল প্যাটেল।

এশিয়া কাপে জায়গা মেলেনি মোহাম্মদ শামি-মোহাম্মদ সিরাজদের। তাদের অনুপস্থিতি ভারতের পেস ইউনিট সামলাবেন ভুবনেশ্বর কুমার, আভেষ খান এবং আর্শদীপ সিং। তাদের সঙ্গ দেবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরেক পেসার দীপক চাহারকে। এদিকে তিন পেসারের সঙ্গে স্কোয়াডে রয়েছেন চার স্পিনার। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণই। স্কোয়াডে পেসারদের চেয়ে স্পিনারদের আধিক্যতা দেখে উদ্বেগ প্রকাশ করেছে আকাশ।

এ প্রসঙ্গে জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ টুইটারে লেখেন, ‘স্কোয়াডে কেবল ৩ পেসার। এটা দুবাই, বছরের এই সময়ে এখানে পেসাররা স্পিনারদের চেয়ে বেশি সুবিধা পান। এটাই আমার একমাত্র উদ্বেগের জায়গা।’

২৭ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। ১১ সেপ্টেম্বর ফাইনাল হতে যাওয়া এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। যেখানে তাদের সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবি বিষ্ণই, আভেষ খান, দীপক হুডা, যুবেন্দ্র চাহাল।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে