ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

২৬২ করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ২৭ ০৯:৪০:৩৫
২৬২ করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়স

ঘরের মাঠে ২৬১ রান করেও জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। নাইটদের হারাতে পঞ্জাব কিংস বিশ্ব রেকর্ড করে ফেলেছে। আইপিএল তথা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে পঞ্জাব। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচটি জেতে পঞ্জাবের দল। ২৬১ রান তাড়া করেও হারতে হবে, হয়তো ভাবতেই পারেননি কেকেআর সমর্থকেরা। কিন্তু এদিন সব হিসেবে ওলটপালট করে দিলেন জনি বেয়ারস্টো। তাঁকে যোগ্য সঙ্গত করলেন প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিং। তিন তারকার মিলিত লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানে কেকেআর। এদিন শশাঙ্ক এবং প্রভসিমরন হাফসেঞ্চুরি করলেও, সেঞ্চুরি হাঁকান বেয়ারস্টো।

ম্য়াচের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ ছিল। যেভাবে সুনীল নারিন এবং ফিল সল্ট ব্যাট করেছেন, সেই পারফরম্যান্স দেখা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা। দুই দলই অসাধারণ খেলেছে এদিন।’

শ্রেয়স আরও বলেছেন, ‘এটি সেই ম্যাচগুলির মধ্যে একটি, যেখানে আপনাকে সাজঘরে ফিরে এসে দেখতে হবে, কোথায় ভুল হয়েছে। বিশেষ করে যখন ২৬০ রানের (২৬২ রান) স্কোর রক্ষা করতে ব্যর্থ হন। এটি খেলোয়াড়দের জন্য একটি দুর্দান্ত শিক্ষা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে ফিরতে হবে। প্রথম বল থেকেই সুনীল নারিনকে আক্রমণ করতে দেখা দারুণ অভিজ্ঞতা। আশা করি তিনি আমাদের জন্য এভাবেই পারফর্ম করতে থাকবেন।’

শুক্রবার হাই স্কোরিং ম্যাচে কেকেআর-এর বোলারদের একেবারে কাঁদিয়ে ছাড়ে পঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাইটরা ৬ উইকেট হারিয়ে ২৬১ রান করেছিল। ওপেন করতে নেমে সুনীল নারিন এবং ফিল সল্ট একেবারে ঝড় তোলেন। তারা প্রথম উইকেটে ১০.২ ওভারে ১৩৮ রান করে ফেলেছিল। ৩২ বলে ৭১ করেন নারিন। সল্ট করেন ৩৭ বলে ৭৫ রান। এছাড়া ২৩ বলে ৩৯ করেন বেঙ্কটেশ আইয়ার, ১২ বলে ২৪ করেন আন্দ্রে রাসেল, ১০ বলে ২৮ করেন শ্রেয়স আইয়ার।

রান তাড়া করতে নেমে পঞ্জাব ব্যাটাররাও সুনামি বইয়ে দেন। প্রভসিমরন সিং এবং জনি বেয়ারস্টো মিলে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। ২০ বলে ৫৪ করে প্রভসিমরন রানআউট হলেও, বেয়ারস্টো সেঞ্চুরি হাঁকান। তাঁকে এর পর সঙ্গত করেন শশাঙ্ক সিং। ৪৮ বলে অপরাজিত ১০৮ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেয়ারস্টো। ২৮ বলে ৬৮ করে অপরাজিত থাকেন শশাঙ্ক। ১৮.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ২৬২ করে ফেলে পঞ্জাব কিংস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে