ঢাকা, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

২০২২ সেপ্টেম্বর ০৬ ১০:৪৫:৫০
এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষা আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে বলে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্যটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে আমাদের দুই মাস সময় লাগে। সে অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি পরীক্ষা শুরু করার কথা। তবে বোর্ডগুলোর একটু কষ্ট হলেও ৪৫ দিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতে পরীক্ষার আয়োজন করতে চাচ্ছি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ৩ তারিখ পরীক্ষা শুরু হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। আমরা কয়েকটি তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারব। তবে নভেম্বরের প্রথম সপ্তাহেই এই পাবলিক পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে গত ১৭ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এইচএসসি পরীক্ষা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এরই মধ্যে পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে