ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাকিব-তাহিরের দুর্দান্ত বোলিংয়ে শেষ হলো গায়ানা ও জ্যামাইকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ২২ ০৯:৩১:৫২
সাকিব-তাহিরের দুর্দান্ত বোলিংয়ে শেষ হলো গায়ানা ও জ্যামাইকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে সাকিবের গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াশ।

এই দিন ব্যাট হাতে ৪ নম্বর ব্যাটিং পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ইমাদ ওয়াসিমের প্রথম বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের ফেরেন সাকিব। গায়ানার হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬০ রান করেন শাই হোপ।

এছাড়াও শেষের দিকে মাত্র ১৬ বলে ৪২ রান করেন ওডেন স্মিথ। এবং ১২ বলে ২৪ রান করেন কেমো পল। তবে ব্যাট হাতে না পারলেও বল হাতে পুষিয়ে দেন সাকিব আল হাসান। চার ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন একটি উইকেট।

জ্যামাইকা তালাওয়াশের হয়ে বলার মত একমাত্র ব্যান্ডেন কিং ছাড়া আর কোন ব্যাটসম্যান রান করতে পারেননি। ৬৬ বলে ১০৪ রান করে রান-আউট হন ব্যান্ডেন কিং। চার ওভারে ১৭ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন ইমরান তাহির।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে