ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের আগে প্রবাসীদের দারুন সুখবর দিল সৌদি আরব

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ২৫ ২৩:৫৬:৫৪
ঈদের আগে প্রবাসীদের দারুন সুখবর দিল সৌদি আরব

মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। পবিত্র ঈদ উপলক্ষ্যে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ১২ ও ১৩ এপ্রিলও ছুটি। ফলে সব মিলিয়ে এবারের ঈদে কর্মীরা টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন। রোববার সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আরবি মাসগুলো সাধারণত ২৯ ও ৩০ দিনের হয়। এই বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। তাই রমজান মাস ৩০ দিনের হলে সৌদিতে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল।

এদিকে রমজানের প্রথম ১০ দিনে সৌদি আরবের মসজিদে নববীতে ১ কোটিরও বেশি মুসল্লি পরিদর্শন করেছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া একই সময়ে প্রায় সাড়ে সাত লাখ মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করে সালাম পেশ করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে