ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

টস শেষ দেখেনিন দুই দলের চুড়ান্ত একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২২ ১৬:৪৮:৫৮
টস শেষ দেখেনিন দুই দলের চুড়ান্ত একাদশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করে ম্যাচ জিতেছিল সফরকারীরা। তাই দ্বিতীয় ম্যাচে টসে জিতে একই পথে হেঁটেছিল উইন্ডিজ। শেষ ম্যাচে টসে জিতে টাইগাররাও বেছে নিলো ফিল্ডিং।

এদিকে টাইগার একাদশে কোনও পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে উইন্ডিজ একাদশে সুযোগ পেয়েছেন শেরফান রাদারফোর্ড।

উল্লেখ্য, ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল টাইগাররা। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে টাইগাররা। শেষ ম্যাচেও সেই ধারা বজায় রেখে ভালো বছর শেষ করতে চায় বাংলাদেশ।

ম্যাচের আগে টাইগারদের স্পিন কোচ জোশি বলেছেন, ‘আমাদের আরেকটি জয় দরকার। গতকাল আমরা যে ভালো কাজগুলো করেছি সেগুলোতে আমাদের জোর দেওয়া উচিত। নিজেদের মনোবল এবং মনোযোগ ঠিক রাখা উচিত। ভালো কাজগুলো পুনরায় করে সিরিজটা জিতে নিতে চাই। ২০১৮ সালে আমরা দারুণ শুরু করেছিলাম। যদি শেষটা জয় দিয়ে করতে পারি তাহলে দারুণ হবে।’

এক নজরে শেষ টি-টোয়েন্টিতে দুই দলের একাদশ-

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ: এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, কিমো পল, শিমরন হেটমেয়ার, শেরফান রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশানে থমাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে