ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আউট আউট আবারো আউট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২২ ১৮:২৮:৪২
আউট আউট আবারো আউট

বিধ্বংসী লুইসকে ফেরালেন রিয়াদঃ

মিরপুরকে রান বন্যায় ভাসানো উইন্ডিজ ওপেনার এভিন লুইসকে ফিরিয়েছেন ডানহাতি স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। সরাসরি বোল্ড করে ৩৬ বলে ৮৯ রান করা লুইসকে ফিরিয়েছেন তিনি।

পরের বলেই নতুন ব্যাটসম্যান শিমরণ হেটমায়ারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফিরিয়েছেন তিনি। হ্যাট্রিক করার সামনে দাঁড়িয়ে রিয়াদ।

মুস্তাফিজের হানাঃ

নতুন ব্যাটসম্যান কিমো পলকে ফেরালেন পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই উইকেট পেয়েছেন তিনি। ডিপ স্কয়ার লেগে আকাশ ছোঁয়া বলকে দারুণভাবে লুফে নিয়েছেন আরিফুল হক।

মাত্র ২ রান করে ফিরেছেন পল। কিন্তু ব্যাট হাতে তাণ্ডব চালিয়েই যাচ্ছেন লুইস। বর্তমানে ২৬ বলে ৬৯ রান নিয়ে ব্যাটিং করছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন রভম্যান পাওয়েল।

হোপের বিদায়ঃ

লুইসের সাথে ব্যাট হাতে তাণ্ডব চালাতে গিয়েছিলেন শাই হপ। হয়েও উঠেছিলেন তিনি, কিন্তু টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফিরেছেন হোপ, ১২ বলে ২৩ রান করে।

প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। উইন্ডিজদের সংগ্রহ ৫ ওভারে ৭৬ এক উইকেট হারিয়ে।

বিধ্বংসী লুইসকে জীবন দিলেন রনিঃ

মেহেদি মিরাজের বলে চতুর্থ ওভারে জীবন পেলেন লুইস। স্লগ সুইফ করতে গিয়ে ক্যাচ গিয়েছিল লেগ সাইডে থাকা রনির হাতে। কিন্তু বলটি তালু বন্দী করতে ব্যর্থ হন রনি। ৪৮ রানে জীবন পান লুইস।

পরের ওভারেই সাকিবের বলে সিঙ্গেল নিয়ে ১৮ বলে অর্ধশতক হাঁকিয়েছেন লুইস। যেখানে তাঁর পাচটি ছয় এবং তিনটি চার ছিল।

রনির প্রথম অভারঃ

ইনিংসের প্রথম ওভারেই দুই চার মেরে দলের রান ১২তে নিয়ে গেলেন এভিন লুইস। আবু হায়দার রনির দ্বিতীয় এবং চতুর্থ ওভারে চার মেরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যক্তিগত ১১ রানে ব্যাটিং করছেন তিনি।

উইন্ডিজদের রান বিনা উইকেটে ১২, এক ওভার শেষে।

বাংলাদেশ একাদশঃ

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশঃ

এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শিরফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ফাবিয়ান অ্যালেন, কিমো পল, শেল্ডন কট্রেল, ওশানে থমাস।

সংক্ষিপ্ত স্কোরঃ উইন্ডিজঃ ১৭৭/৭ ( ১৭ ওভার)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে