ঢাকা, বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আমি চাই না আমার দেশে এ রোগ ছড়াক, তাই বাংলাদেশে ফিরবো নাঃ প্রবাসী শিক্ষার্থীর আকুতি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জানুয়ারি ২৯ ১২:১৯:০৪
আমি চাই না আমার দেশে এ রোগ ছড়াক, তাই বাংলাদেশে ফিরবো নাঃ প্রবাসী শিক্ষার্থীর আকুতি

ইতিমধ্যেই চীনে অবস্থানরত অনেক শিক্ষার্থী বাংলাদেশে ফেরার আকুতি জানালেও চীনে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থী বর্ণ সিদ্দিকী দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। চীনের পরিস্থিতির তুলে ধরে এক ভিডিও বার্তায় দেশে না ফেরার কারণ জানান তিনি।

তিনি বলেন, এই মুর্হূতে দেশের স্বার্থেই আমি বাংলাদেশে যাবো না। কারণ কার মধ্যে ভাইরাসটি বাসা বেঁধেছে তা বলা দুষ্কর। ভাইরাসটি শরীরে আসার পর থেকে ১৪ দিন অবস্থান করবে এবং কোনো লক্ষণও প্রকাশ করবে না। এখন চীনে হাজার হাজার বাংলাদেশি আছেন। আমরা জানি না এই রোগটা কার ভেতর বাসা বেঁধেছে। এখান আমরা যদি দেশে ফিরে যাই তাহলে নিজের অজান্তেই কারো না কারো সঙ্গে এই ভাইরাস দেশে চলে যেতে পারে। তাই মরলে এখানে একাই মরব। বাংলাদেশে এই ভাইরাস ছড়াতে দেব না। দেশের স্বার্থে এখন চীনে থাকাই উচিত বলে মনে করি আমি।

বর্ণ সিদ্দিকী আরো বলেন, ভাইরাসটি খুবই ছোঁয়াচে। দ্রুত বিস্তার ঘটায়। আমি চাই না বাংলাদেশে আমার পরিবারের মধ্যে এ রোগ ছড়াক। এই মুর্হূতে বাংলাদেশে যেতে চাই না। আমার বাবা-মা যতই বলুক। আমি আসছি না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে