ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিভিন্ন দেশে করোনায় মোট ২৩ বাংলাদেশির মৃত্যু দেখুন তালিকা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মার্চ ২৭ ১০:৩৩:০১
বিভিন্ন দেশে করোনায় মোট ২৩ বাংলাদেশির মৃত্যু দেখুন তালিকা

বাংলাদেশে ৫ জন

গত ১৮ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)। দেশের মাটিতে এটিই ছিল করোনায় প্রথম মৃত্যু। এরপর গত বুধবার (২৫ মার্চ) পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে আইইডিসিআর।

যুক্তরাষ্ট্রে ৯ বাংলাদেশিগত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এর আগে মারা গিয়েছিলেন আরও ৪ জন। সবমিলিয়ে প্রাণঘাতী এই রোগ নিউইয়র্কে কেড়ে নিলো ৯ বাংলাদেশির প্রাণ।

যুক্তরাজ্য ৭ বাংলাদেশিযুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ বৃহস্পতিবার (২৬ মার্চ) আরও ২ বাংলাদেশি মারা গেছেন। তবে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে যুক্তরাজ্যে ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে দেশটিতে মোট বাংলাদেশির ‍মৃত্যু হলো ৭ জনের।

ইতালিতে ১ বাংলাদেশিইতালিতে মিলানে গত ২০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এক বাংলাদেশি। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার বয়স ৫০ হলেও ঘনিষ্ঠজনেরা জানান, প্রায় ৬০ বছর বয়সী ছিলেন ওই ব্যক্তি।

স্পেনে ১ বাংলাদেশিস্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোসাইন মোহাম্মদ আবুল (৬৭) নামের এক বাংলাদেশি মারা গেছেন। স্পেনে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে মৃত্যু বরণ করলেন। দেশটির রাজধানী মাদ্রিদে তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪ টা ৩০ মিনিটে মারা যান। সুত্রঃ ব্রেকিংবিডিনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে