ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্যারিসে চরম অপমানিত হলেন ব্রাজিলের ফুটবলাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ২৮ ১৮:২৯:১৪
প্যারিসে চরম অপমানিত হলেন ব্রাজিলের ফুটবলাররা

ম্যাচ চলাকালে একটি গোলের উদযাপন করার সময় ব্রাজিল খেলোয়াড়দের উদ্দেশ্যে গ্যালারি থেকে কে বা কারা কলা নিক্ষেপ করেছে। রিচার্লিসন এ সময় গোলটা করেছিলেন। ধারণা করা হচ্ছে, কলা নিক্ষেপের ঘটনা ঘটেছে রিচার্লিসনকে লক্ষ্য করেই। ইএসপিএন এক রিপোর্টে জানিয়েছে এ ঘটনা।

টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিচার্লিসন ব্রাজিলের হয়ে ১৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন। তার গোলের পরই অনাকাঙ্খিত এই ঘটনার শিকার হন রিচার্লিসন এবং ব্রাজিল ফুটবলাররা। রিচার্লিসন ম্যাচের পরে বলেন, ‘বর্ণবাদের এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটতেছে। বরং, এসব ঘটনা যারা ঘটায়, শাস্তি না হওয়ার কারণে দিনের পর দিন এসব বেড়েই চলছে।’

ম্যাচ শেষে টুইটারে রিচার্লিসন বলেন, ‘প্রায় সব সময়ই এসব ঘটে থাকে, ব্লা ব্লা ব্লা... এবং তারা কখনোই শাস্তি পায় না। এভাবেই এটা চলতে থাকবে। প্রতিদিনই প্রতিটি জায়গায় এসব ঘটছে। কোনো নির্দিষ্ট সময় নেই।’

ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো জানান, তাদের দল এ ধরনের বর্ণবাদী আচরণের মুখোমুখি হতে হতে অভ্যস্ত হয়ে গেছে। এ বিষয়গুলো এখনই বন্ধ করা উচিৎ। স্প্যানিশ রেডিও স্টেশন কোপ এর সঙ্গে তিনি বলেন, ‘আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের জাতীয় দলের সঙ্গে এ ধরনের ঘটনা সব সময়ই ঘটে। এখনই এসব বন্ধ করা উচিৎ।’

ব্রাজিল ফুটবল ফেডারেশনও এ ঘটনায় উদ্বিগ্ন এবং নিজেদের হতাশা ব্যক্ত করেছে। তারা অভিযোগ তুলে নিজেদের অবস্থানও এভাবে পরিষ্কার করেছে যে, বর্ণবাদের বিপক্ষে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ বলেন, ‘যে ঘটনা ঘটেছে (প্যারিসে), তা দেশে আমি খুবই হতাশ। এ ধরনের ঘটনায় দায়ীকে খুঁজে বের করে শাস্তি দিতে পারলেই কেবল এসব বন্ধ করা সম্ভব হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে