ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চরম দুঃসংবাদ

২০১৯ ডিসেম্বর ১৫ ১২:১৭:১৮
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চরম দুঃসংবাদ

ইতিমধ্যে পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। এতে পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ মুছে গেলে আর লগইন করার সুবিধা থাকছে না।

তাদের মতে, ‘আইওএস ৮ অথবা পুরনো অপারেটিং সিস্টেমের আইফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা তার চেয়ে পুরনো সংস্করণের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ’।

শুধু তাই নয়, সব উইন্ডোজ ফোনেও ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। এব্যপারে তাদের এক ব্লগে প্রতিষ্ঠানটি বলেন, ‘নতুন বছর থেকে কয়েকটি মোবাইল প্ল্যাটফরমে সমর্থন বন্ধ করে দেয়া হচ্ছে। এ বছরের ৩১ ডিসেম্বরের পর বিশ্বের সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ’ ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে