ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাবধান সৌদি প্রবাসীরাঃ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হাজারের অধিক, বাড়ল মৃত্যুর সংখ্যা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ২২ ২০:৫৩:৪৫
সাবধান সৌদি প্রবাসীরাঃ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হাজারের অধিক, বাড়ল মৃত্যুর সংখ্যা

জানা গেল সৌদিতে গত ২৪ ঘণ্টায় আরও ১১৪১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭২ জনে। এখন পর্যন্ত মারা গেছে ১১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮১২ জন।

আজ ২২ এপ্রিল বুধবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় পবিত্র মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাবের শুরুর দিকে সৌদিতে করোনার প্রকোপ বাড়লেও মক্কা-মদিনা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। গত কিছুদিন ধরে মক্কা-মদিনায়ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাস প্রতিরোধে রিয়াদসহ অনেক প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ চলছে। বাকি প্রদেশে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বিদ্যমান রয়েছে।

রমজান উপলক্ষ চলমান কারফিউর সময়ে কিছুটা পরিবর্তনের নির্দেশনা দেয়া হয়েছে। করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে দেশটিতে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে বেকার হয়ে পড়েছেন এসব প্রতিষ্ঠানে থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে দেশটির সব প্রদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে মেডিকেল টিম বাসায় বাসায় গিয়ে নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।

বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। এক লাখ ৭৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। যদিও এটি প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে