ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রনি-মিরাজের দূর্দা্ন্ত ব্যাটিং, জয়ের জন্য ৩০ বলে প্রয়োজন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২২ ২০:৩১:৫৯
রনি-মিরাজের দূর্দা্ন্ত ব্যাটিং, জয়ের জন্য ৩০ বলে প্রয়োজন

লক্ষ্যটা বেশ বড়। আর সেই বড় লক্ষ্য তাড়া করতে নেমেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। ইনিংসের ২য় ওভারে ওশানা থমাসের বলটি ফাইন লেগে ঠেলে দিয়েই তিন রানের জন্য ছুটেন তামিম-লিটন। কিন্তু ৩ রান কমপ্লিট করার আগেই রান আউটের ফাঁদে পড়েন তামিম। অথচ ক্যারবীয়রাও ভাবতে পারেনি এটা রানআউট হবে। তামিম নিশ্চিন্ত থেকে ড্রাইভ দেওয়ারও প্রয়োজন মনে করেননি।

ম্যাচের ৪র্থ ওভারের শেষ বলে ক্যাচ তুলে দেন লিটন। কিন্তু ওশানা থমাসের সেই ডেলিভারি হাত তুলে নো বল জানিয়ে দেন আম্পায়ার। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় ক্রিকেটের আইন অনুযায়ী এটা নো বল ছিল না। এরপরই মাঠের ভিতর শুরু হয় বিতর্ক।

ব্রাথওয়েট রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু আইসিসির আইন অনুযায়ী ডাউট অব বেনিফিট আম্পায়ারের সুবিধায় পড়ে। তাই ফিল্ডিং দলের রিভিউ নেওয়ার ক্ষমতা ছিল না। যার কারণে ৯ মিনিটের চরম বিতর্ক শেষে বেঁচে যান লিটন।

কিন্তু ম্যাচের ৫ম ওভারেই বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। পরপর ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেছে টাইগাররা। লং অনের উপর ‍দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচে ধরা পড়েন সাকিব ও সৌম্য দুজনেই।

এরপর মুশফিকও ব্যাটিংয়ে নেমে ক্যাচ তুলে দিয়ে প্যাভলিয়নের পথ ধরেন। ৬৩ রান থেকে ৬৬ রানে পৌছতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকের পর সুবিধা করতে পারেননি রিয়াদও। তিনিও ফিরে যান দ্রুত।

২ বার জীবন পেয়েও বেশিদূর আগাতে পারলেন না লিটন। কিমো পলের বলে ৪৩ রান করেই ফিরে যান তিনি। এরপর আরিফুলও ফিরে যান শূন্য রান করে। এরপর জুটি গড়েন মিরাজ ও রনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ৮ উইকেটে ১২৯ রান। মিরাজ ১৯ ও রনি ২১ রান করে ব্যাট করছেন। জয়ের জন্য ৩০ বলে ৬০ রান প্রয়োজন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজ জিততে হলে সাকিব আল হাসানের দলকে করতে হবে ১৯১ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে