ঢাকা, রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসঃ দেখে নিন দেশের কোন জেলায় আক্রান্ত কত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৫ ১৭:২২:০৩
করোনা ভাইরাসঃ দেখে নিন দেশের কোন জেলায় আক্রান্ত কত

ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৭৪ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ২২ হাজার ৯০ জন সুস্থ হলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৫২,১১০, চট্টগ্রাম ১২,৯২৭, নারায়ণগঞ্জ ৫,৭৯৫, বগুড়া ৪,৩১১, কুমিল্লা ৪,১৬৭, গাজীপুর ৪,০৩৯, সিলেট ৩,৭৮৭, খুলনা ৩,৭৩৭, ফরিদপুর ৩,৫৯৩, কক্সবাজার ৩,১১২, নোয়াখালী ২,৮৩৯, মুন্সীগঞ্জ ২,৫০৩, রাজশাহী ২,৪২৯, ময়মনসিংহ ২,০৫২, কিশোরগঞ্জ ১,৮৭৯, নরসিংদী ১,৭৯০, বরিশাল ১,৬৮৬, চাঁদপুর ১,৫৭০, ব্রাহ্মণবাড়িয়া ১,৫০৯, যশোর ১,৪২৬, সুনামগঞ্জ ১,২৭৮, টাঙ্গাইল ১,২৭১, লক্ষ্মীপুর ১,২৫৬, কুষ্টিয়া ১,২৩৫, সিরাজগঞ্জ ১,১৮০, গোপালগঞ্জ ১,১৫৮, হবিগঞ্জ ১,০৫৫, মাদারীপুর ১,০৩৯, ফেনী ১,০২৯, রংপুর ৯৮৩, পটুয়াখালী ৮৯৩, নওগাঁ ৮৪৪, শরীয়তপুর ৮৪৩, মানিকগঞ্জ ৮৪০, মৌলভীবাজার ৮৩৯, রাজবাড়ী ৮১৪, জামালপুর ৭৬৮, পাবনা ৭২৪, দিনাজপুর ৬৭৫, ঝিনাইদহ ৬৬৪, জয়পুরহাট ৬৫৬, নেত্রকোনা ৬০০, সাতক্ষীরা ৫৪৭, নড়াইল ৫২৪, বরগুনা ৫১১, রাঙ্গামাটি ৫১১, বান্দরবান ৫০৭, ভোলা ৪৭১, চুয়াডাঙা ৪৪৬, বাগেরহাট ৪৩৩, খাগড়াছড়ি ৪১৪, নাটোর ৩৮৭, নীলফামারী ৩৫৩, চাঁপাইনবাবগঞ্জ ৩১৮, গাইবান্ধা ২৮৮, শেরপুর ২৬৭, ঝালকাঠী ২৪২, পিরোজপুর ২১৮, ঠাকুরগাঁও ২০৬, কুড়িগ্রাম ১৪৯, পঞ্চগড় ১৪৬, মেহেরপুর ১৩৭ ও লালমনিরহাট ১২৬ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে