ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

এইমাত্র শেষ হলো আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ২৫ ১৫:৪৮:৪৬
এইমাত্র শেষ হলো আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

গত বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট করতে নেমে মাত্র ৬৩ ওভারেই।

প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক আইচ মোল্লা। ইফতিখার হোসেন ৩৭, মেহরব হোসেন ২৮ ও প্রান্তিক নাবিলের ২০ রানে ভর করে ১৬২ রান তোলে বাংলাদেশ।

আফগানদের পক্ষে ৫ উইকেট নেন বিলাল সামি, ৪ উইকেট নেন ইজহারুল হক নাবিদ ও ১ উইকেট নেন কামরান হোতাক।

বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার বিলাল সায়েদির ১১৪, কামরান হোতাকের ৬৬ ও শেষ দিকে ফায়সাল খানের ৩৯ রানে ভর করে সব উইকেট হারিয়ে ২৮১ রান তোলে সফরকারীরা।

টাইগার যুবাদের পক্ষে ৩ উইকেট নেন আশরাফুল হক, ২ উইকেট নেন আইচ মোল্লা।

১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। এই ইনিংসে প্রান্তিক নাবিল ৭৬ রানের দারুণ একটা ইনিংসও খেলেছেন। এছাড়া আইচ মোল্লা ৪০, মেহরব ৩০ ও সমান ২০ রান করেন খালিদ হাসান এবং তাহজিবুল ইসলাম।

এই ইনিংসেও ৪ উইকেট নেন ইজহারুল হক। এছাড়া ৩ উইকেট নেন বিলাল সামি, নানগেয়ালিয়া খাটোরে ২টি ও ১টি নেন জাহিদুল্লাহ সালিমি।

দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২২৮ রান করলেও আফগানদের মাত্র ১০৯ রানের লিড দিতে পারে টাইগার যুবারা।

অল্প কটা রানের লক্ষ্য টপকাতে খেলতে নেমে একেবারে অনায়াস জয়ও তুলে নিতে পারেনি সফরকারীরা। হারাতে হয়েছে ৭ উইকেট।

ওপেনার বিলাল সায়েদি খেলেন ৫৪ রানের ইনিংস। এছাড়া ২০ রান করেন কামরান হোতাক, ১৫ রান করেন ইশরাক জাইজি।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল, মুশফিক হাসান, আইচ মোল্লা ও ১ উইকেট নেন নাবিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে