ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০২ ২০:৩৮:৩০
বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

যে মাঠে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে দুটিতেই জয় দেখেছিল সাকিব আল হাসানের দল। পরবর্তীতে এই মাঠে খেলা হয়েছে আরও। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে হারিকেন মারিয়ার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল মাঠটি।

এরপর ৬ মিলিয়ন ডলার খরচায় আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী হয়ে উঠে উইন্ডসর পার্ক। তবে বৃষ্টির বাগড়ায় আজ সেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কেবল আজ নয়, একই ভেন্যুতে অনুষ্ঠেয় আগামীকালকের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও বৃষ্টির বাধার শিকার হতে পারে। এদিকে বৃষ্টির জন্য এখানে অনুশীলনের সুযোগ পায়নি টাইগার ক্রিকেটাররাও।

বৃষ্টির কারণে কেবল ফুটবল খেলে ও ৪০ মিনিটের ফিল্ডিং সেশন শেষে ফিরতে হয়েছে টাইগার ক্রিকেটারদের। এদিকে খেলার দিন আজও বৃষ্টির কারণে মাঠে আসতে দেরি হয়েছে ক্রিকেটারদের। ডমিনিকায় সকাল থেকে বৃষ্টি থাকলেও নেই সূর্যের দেখা। যার ফলে শঙ্কা জাগে, হবে তো বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে