ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্রাজিলকে হারাতে পারলেই বিয়ে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ১৭:৩৯:৪৪
ব্রাজিলকে হারাতে পারলেই বিয়ে!

এরইমধ্যে অনেক নির্মাতাই জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মাণ করেছেন বেশ কয়টি ফুটবল ভিত্তিক নাটক-টেলিছবি। সেই ধারাবাহিকতায় ইফতেখার শুভ রচনা ও পরিচালনা করেছেন নাটক ‘ভিলেজ কাপ’। এতে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। সেখানে রয়েছে ফারুক আহমেদ, জোভান, বড়দা মিঠু, তারিক স্বপন, জামিল হোসেন, জাহারা মিতু, তাসনুভা এলভিন প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে করম আলী সরদারের (ফারুক আহমেদ) ১১ ছেলেকে নিয়েই ‘ভিলেজ কাপ’র মূল গল্প। একটি রহস্যময় জেদের কারণে তিনটি বিয়ের মাধ্যমে এই ১১ জন ছেলের জনক হয়ে ওঠা তার। কিন্তু ১১ ছেলের ফুটবল খেলার দিকে কোনো মন নেই। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তাদের নেই তেমন কোনো অর্জন। কিন্তু আর্জেন্টিনা সমর্থিত করমের সাফ কথা ‘ইউনিয়ন চ্যাম্পিয়ন হবার আগে কোন বিয়ে নয়’।

বাবার ইচ্ছা যাই হোক, ছেলের টার্গেট জিততেই হবে। কেননা, না জিতলে তো বিয়ে দিবে না। আর সেই লড়াইয়ে তারা পৌছে যায় ফাইনালে।

এদিকে প্রতিপক্ষ দল আবার ব্রাজিল সমর্থিত চেয়ারম্যান রেফারিকে নিয়ে নীল নকশা তৈরি করে। সেটা আবার জেনে ফেলে তার দুই মেয়ে। মেয়েরা আবার আর্জেন্টিনা সমর্থক। তারাও বাবার দলকে হারানোর জন্য রেফারিকে নিয়ে তৈরি করে নীল নকশা।

ফাইনালে কে হারবে? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? বিয়ের অনুমতি মিলবে তো আর্জেন্টিনা সমর্থক করম আলীর পুত্রদের? দেখতে হবে নাটকটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে