ঢাকা, মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নতুন প্রতিভাকে দলে ভেড়ালো বার্সেলোনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ২৫ ১৪:০২:৪৯
নতুন প্রতিভাকে দলে ভেড়ালো বার্সেলোনা

এমরে দেমিরের বয়স ১৭ বছর। এই বয়সেই বল পায়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন, যা চোখ এড়ায়নি বার্সেলোনার। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে তুরস্কের লিগে কায়াসেরিস্পোরের হয়ে অভিষেক হয়। তাতে তুরস্কের লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। দেশটির জাতীয় দলের দরজাও তার খুলি খুলি করছে।

ক্লাবের টানাপোড়েনের সময়ও এমরে দেমিরকে আনতে ২০ লাখ ইউরো খরচ করেছে বার্সা, বাংলাদেশি টাকায় যা প্রায় ২০ কোটি। চুক্তি হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

চুক্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে কোনো ক্লাব যদি দেমিরকে নিতে চায় তাহলে গুনতে হবে ৪০ কোটি ইউরো! আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হলেও এমরে দেমির এখনই বার্সায় আসছেন না, কায়াসেরিস্পোরের হয়ে চলতি মৌসুম শেষ করে তারপর আসছেন।

মৌসুম শেষ করে বার্সায় আসার পর তাকে খেলানো হবে ক্লাবটির যুবদলের হয়ে। সেখানে ভালো করতে পারলে খুলবে মূল দলের দরজা। খেলবেন ডিপাই, পিকে, হাকিমিদের সঙ্গে। এমরে দেমিরের জন্য সেটা একপ্রকার নিশ্চিতই বলা চলে। এই খুদে প্রতিভা মেসির মতোই বাঁ পায়ের খেলোয়াড়। আক্রমণভাগের যে কোনো পজিশনেই সাবলীলভাবে খেলতে পারেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে