ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের বড় পতন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ২৫ ২০:০৮:১১
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের বড় পতন

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তায় দেয়নি শ্রীলঙ্কা। ৩২৮ রানের বিশাল জয় পেয়েছে দলটি। এর মুল কারণ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। দায়িত্ব নিয়ে খেলতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার। লিটন দাস, নাজমুল হোসেন, শাহাদাত হোসেনরা দায়িত্ব নিতে পারেননি।

বাংলাদেশের এমন শোচনীয় হারের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলেও। তালিকার চার থেকে সাতে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে, বিশাল জয়ে তলানি থেকে ছয়ে ওঠে এসেছে শ্রীলঙ্কা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে ভারত। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৯টি ম্যাচ খেলে ৬টিতে জিতেছে ভারত। দুটি হার ও এক ড্র। ভারতের পয়েন্ট ৭৪। পয়েন্টের শতাংশ ৬৮.৫১।

এ ছাড়া দুইয়ে আছে অস্ট্রেলিয়া। ১২টি টেস্টের মধ্যে ৮টি জিতেছেন তারা। তিনটি ম্যাচ হেরেছেন। আর একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। তাদের পয়েন্টের শতাংশ ৬২.৫০। এ ছাড়া ৬ ম্যাচে তিন জয় নিয়ে সেরা তিনে আছে নিউজিল্যান্ড। সেরা এই তিন দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে শীর্ষস্থান দখল করা নিয়ে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, একেকটি দল প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট করে পায়। হারলে কোনো পয়েন্ট যোগ হয় না। আর মন্থর ওভার রেটের শাস্তি হিসেবে পয়েন্ট কেটে নেওয়া হয়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ (২০২৩-২৪)

দল ম্যাচ পয়েন্ট শতকরা পয়েন্ট
ভারত ০৯ ৭৪ ৬৮.৫১
অস্ট্রেলিয়া ১২ ৯০ ৬২.৫০
নিউজিল্যান্ড ০৬ ৩৬ ৫০.০০
পাকিস্তান ০৫ ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ০৪ ১৬ ৩৩.৩৩
শ্রীলঙ্কা ০৩ ১২ ৩৩.৩৩
বাংলাদেশ ০৩ ১২ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ০৪ ১২ ২৫.০০
ইংল্যান্ড ২১ ০২ ১৭.৫

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে