ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন সাকিব অবিশ্বাস্য ভাবে যা বললেন লঙ্কান অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ২৯ ১৯:১০:৪৪
বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন সাকিব অবিশ্বাস্য ভাবে যা বললেন লঙ্কান অধিনায়ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। ৩১৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর তাইতো দ্বিতীয় টেস্টে দলে ফেরানো হয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর চট্রগ্রাম টেস্ট দিয়ে আবারও লঙ্গার ভার্সনের ক্রিকেটে ফিরছেন তিনি।

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক। সাকিবের যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলো ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘আসলে এটা নিয়ে ম্যাচের পর কথা বলতে পারব। ম্যাচের আগে বলতে পারছি না।’

সাকিব বাংলাদেশের সাথে যুক্ত হওয়াতে বাংলাদেশের স্পিন বিভাগ বেশি শক্তিশালী হয়েছে। বাংলাদেশ সুবিধা পাবে বেশি। এই বিষয়ে ধনাঞ্জয়া বলেন, ‘আসলে আগেই বলেছি আমি এটা নিয়ে ম্যাচের আগে কিছু বলতে পারছি না। ম্যাচের পরে বলব।’

প্রথম টেস্টে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যর্থ ছিল। এ নিয়ে তিনি বলেন, ‘আসলে সবাই প্রতিদিন রান করবে না। আমার মনে হয় যদি টপ অর্ডার ভালো করতে পারে তাহলে আমার এই ম্যাচে ব্যাট করতে হবে না। তারা কেবল এক ম্যাচেই তো খারাপ করল। আগের ম্যাচগুলোয় তো ভালোই করেছে। আমার তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এই ম্যাচে ভালো করবে বলেই আমার বিশ্বাস।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে