ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপেও রামোসের মুখোমুখি হবেন সালাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ২১:৪৯:২০
বিশ্বকাপেও রামোসের মুখোমুখি হবেন সালাহ

যার জন্য ৩২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। তবে এ ঘটনার জন্য বিশ্বব্যাপী অনেক সমালোচিত হয়েছেন রামোস। তবে আশ্চর্যের ব্যাপার হল, বিশ্বকাপে সেই রামোসের মুখোমুখি হবেন সালাহ। তবে এক্ষেত্রে মিলতে হবে একটি সমীকরণ।

‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গে রয়েছে পর্তুগাল, মরক্কো এবং ইরান। এই গ্রুপে হট ফেভারিট স্পেন। যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে তাহলে তাদের সঙ্গে খেলবে ‘এ’ গ্রুপের রানার্স আপ দল। গ্রুপ এ’তে মিশরের সঙ্গে রয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, রাশিয়া এবং সৌদি আরব।

এই গ্রুপে হট ফেভারিট হিসেবে রয়েছে উরুগুয়ে। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়নের দাবিদার তারা। এরপর রানার্স আপের জন্য লড়বে বাকি দলগুলো। বাজে র‍্যাঙ্কিংয়ের পরেও স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে ১৯৯৪ সালের বিশ্বকাপে একটি জয়েরও দেখা পায়নি সৌদি আরব। এক্ষেত্রে হিসেবের বাইরে রয়েছে তারা।

তবে স্পেন যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং পারফরম্যান্সের জেরে যদি মিশর রানার্স আপ হয়ে যায় তাহলে ১লা জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আরেকটি সালাহ-রামোস লড়াই দেখতে পাবে বিশ্ববাসী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে