ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ভয়ের অন্য নাম দারবিশ রাসুলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ২১:৫১:২৫
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ভয়ের অন্য নাম দারবিশ রাসুলি

আর আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এবার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো আফগানিস্তান। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন আসগর স্ট্যানিকজাই। এছাড়াও দলে রয়েছেন দলের সেরা দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান।

এছাড়াও দলটিতে জায়গা করে নিয়েছেন তরুণ ক্রিকেটার দারবিশ রাসুলি। মূলত গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবার নজর কেড়েছেন তিনি। এছাড়াও তার প্রথম শ্রেণির ক্রিকেটের যাত্রাটা ছিল অবিশ্বাস্য। কারণ ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে তার স্কোর ছিল ১৫৪, ২৪৯ ও অপরাজিত ২০০ রান। যার পুরষ্কার হিসেবে এবার টি-টোয়েন্টি দলে জায়গা পেল এই তরুণ তারকা।

আফগানিস্তান স্কোয়াড- আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান ঘানি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারী, শফিকুল্লাহ সাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, শারাফুদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে