ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সৌদি মন্ত্রিসভায় প্রস্তাব, যৌ'ন হয়রানি অপরাধ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৪:০৩:৩৪
সৌদি মন্ত্রিসভায় প্রস্তাব, যৌ'ন হয়রানি অপরাধ

দেশটির মন্ত্রিসভায় মঙ্গলবারের এ সিদ্ধান্তের পর রাজকীয় ডিক্রি জারর মাধ্যমে তা আইনে পরিণত করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের নেয়া সংস্কার কর্মসূচির ধারাবাহিকতাই হচ্ছে নতুন এ প্রস্তাব।

সোমবার দেশটির শুরা কাউন্সিলের উপদেষ্টা পরিষদ যৌন হয়রানিবিরোধী ওই আইন প্রস্তাবটি অনুমোদন করে।

এতে যৌন হয়রানির অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও তিন লাখ রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

সৌদি আরবের শুরা কাউন্সিলের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত আইনটি হয়রানির অপরাধের সঙ্গে লড়াই করা, প্রতিরোধ করা, অপরাধকারীদের শাস্তি দেওয়া ও ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষায় ভুক্তভোগীকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ইসলামি আইন ও শরিয়া মোতাবেক প্রণীত হয়েছে।

যুবরাজ মোহাম্মদের সংস্কারের অংশ হিসেবে নারীদের গাড়ি চালানোর ওপর কয়েক দশক ধরে আরোপ করে রাখা নিষেধাজ্ঞাও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তুলে নেয়া হচ্ছে।

আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিকে তেল রফতানি নির্ভরতা থেকে সরিয়ে বহুমাত্রিক অর্থনীতিতে পরিণত করতে চাইছেন যুবরাজ মোহাম্মদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে