ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আবারো সেই রুবেলের ওভারেই হারলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ০০:২৭:১৯
আবারো সেই রুবেলের ওভারেই হারলো বাংলাদেশ

বাংলাদেশের দেয়া ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে দেখে শুনে শুরু করে আফগানিস্তান। দ্রুত রান না তুললেও উইকেট ধরে রেখে খেলতে থাকে তারা। দুই ওপেনার শেহজাদ ও গনি যোগ করেন ৩৮ রান। শেহজাদ ২৪ রান করে ফিরে গেলে গনি ২১ ও স্ত্যানিকজাই ও ৪ রান করে ফিরে যায়। তখন মনে হচ্ছিল ম্যাচটা নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে বাংলাদেশ। ১৮তম ওভারে পার্ট টাইম বোলার মোসাদ্দেক ৪৯ রান করা শেনওয়ারিকে ফেরালে সেই আশা আরো জোড়ালো হয়। কিন্তু শেষ দুই ওভারে আফগানদের যখন দরকার ২০ রান তখনই ৫ বলে ২০ রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ হারায় রুবেল।

এর আগে আবু হায়দার রনির ঝড়ো ফিনিশিংয়ে আফগানিস্তানকে ১৩৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটনকে ১ রানে হারালে। সাব্বির এসে ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও ফিরে যান ৯ বলে ১৩ করে। এরপর মুশফিক ও তামিম ৪৫ রানের জুটি গড়লে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। মনে হচ্ছিল স্কোরটা ১৬০ পার করবে টাইগাররা। কিন্তু নবীর বলে স্টাম্প হয়ে ২২ রানে মুশফিক ফিরে গেলে বাংলাদেশ শিবিরে ধস নামে। শুরু হয় রশিদ ঝড় সাকিব, রিয়াদ, মোসাদ্দেক, সৌম্য কেউই টিকতে পারেনু রশিদের ঘূর্ণির সামনে। ৭৫ রানে ২ উইকেট থেকে ১০৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। একসময় মনে হচ্ছিল ১২০ এর কোটাও পার হবেনা টাইগারদের স্কোরটা। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। তার অপরাজিত ১৪ বলে ২১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান করে বাংলাদেশ।

আফগানিস্তানের রশিদ খান ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ টি উইকেট লাভ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে