ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আফগানদের স্পিনেই ঘায়েল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ০০:৩০:৪৬
আফগানদের স্পিনেই ঘায়েল বাংলাদেশ

বাংলাদেশের দেয়া ১৩৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন সামিউল্লাহ শেনওয়ারি। ১৫ বল খেলে ৩১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাজমুল ইসলাম অপু চার ওভার বল করে ১৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। চার ওভারের মধ্যে তার প্রথম দুইটি ওভার ছিল ম্যাডেন। সাকিব আল হাসান চার ওভার বল করে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। মোসাদ্দেক হোসেন সৈকত তিন ওভার বল করে ২১ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। এছাড়া রুবেল হোসেন ১টি ও আবু জায়েদ রাহি ১টি করে উইকেট শিকার করেন।

আফগানিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৩৮ রানে। মোহাম্মদ শাহজাদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আবু হায়দার রনি। ১৮ বল খেলে ২৪ রান করেন শাহজাদ। এরপর ১১তম ওভারে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে উসমান ঘানিকে ফেরান রুবেল হোসেন। উসমান করেন ২১ রান। ১৪তম ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্ট্যাম্পিং হন আসঘার স্টানিকজাই। ১৮তম ওভারে সামিউল্লাহ শেনওয়ারিকে বোল্ড করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান তামিম ইকবালের। ৪৮ বলে ৪৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ মুশফিকুর রহিমের। তিনি করেন ২২ রান। শেষ দিকে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার রনি।

আফগান স্পিনারদের মধ্যে চার ওভার বল করে ১২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন রশীদ খান। রশীদ খান ছাড়াও বল হাতে আলো ছড়ান অন্য আফগান বোলাররা। স্পিনার মুজিব উর রহমান চার ওভার বল করে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। মোহাম্মদ নবী চার ওভার বল করে ১৯ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। পেসারদের মধ্যে শাপুর জাদরান ১টি ও করিম জানাত ১টি করে ‍উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ছয় উইকেটে জয়ী আফগানিস্তান।

বাংলাদেশ ইনিংস: ১৩৪/৮ (২০ ওভার)

(লিটন দাস ১, তামিম ইকবাল ৪৩, সাব্বির রহমান ১৩, মুশফিকুর রহিম ২২, মাহমুদউল্লাহ রিয়াদ ১৪, সাকিব আল হাসান ৩, সৌম্য সরকার ৩, মোসাদ্দেক হোসেন সৈকত ০, আবু হায়দার রনি ২১*, নাজমুল ইসলাম অপু ৬*; মুজিব উর রহমান ০/১৫, শাপুর জাদরান ১/৪২, মোহাম্মদ নবী ২/১৯, করিম জানাত ১/৪০, রশীদ খান ৪/১২)।

আফগানিস্তান ইনিংস: ১৩৫/৪ (১৮.৫ ওভার)

(মোহাম্মদ শাহজাদ ২৪, উসমান ঘানি ২১, সামিউল্লাহ শেনওয়ারি ৪৯, আসঘার স্টানিকজাই ৪, মোহাম্মদ নবী ৩১*, শফিকুল্লাহ ০*; নাজমুল ইসলাম অপু ০/১৪, সাকিব আল হাসান ০/৩৭, রুবেল হোসেন ১/৩৮, আবু হায়দার রনি ১/১৪, মাহমুদউল্লাহ রিয়াদ ০/৯, মোসাদ্দেক হেসেন সৈকত ২/২১)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে