ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বেলা ১২ থেকে ৩টা পর্যন্ত শ্রমিকদের কাজ করতে বাধ্য করা যাবে না- সৌদি মন্ত্রণালয়

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১১:০৫:১৪
বেলা ১২ থেকে ৩টা পর্যন্ত শ্রমিকদের কাজ করতে বাধ্য করা যাবে না- সৌদি মন্ত্রণালয়

এই আদেশ অমান্য করলে ফোন নম্বরে যোগাযোগ করে বা অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে সংবাদমাধ্যম রিয়াদ ডেইলি জানিয়েছে, ওই সময়ে কিছু এলাকার তাপমাত্রা সহনশীল থাকায় সেগুলোকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৭ সালের জুলাই মাসে সৌদি আরবের মধ্য ও পূর্বাঞ্চলের তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। চরম তাপমাত্রায় শ্রমিকদের কাজ না করানোর আদেশ দেওয়া সৌদি শ্রম মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন ২০১৮ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত পরিবর্তিত কর্মঘন্টার ওই আদেশ কার্যকর থাকবে।

শ্রম মন্ত্রণালয়ের ভাষ্য, তারা বেসরকারি খাতের শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা এবং কর্ম পরিবেশের মানোন্নয়নে ওই আদেশ দিয়েছে। কোনও নিয়োগকর্তা আদেশের ব্যত্যয় ঘটালে ১৯৯১১ নম্বরে ফোন করে অথবা ‘টুগেদার মনিটরিং’ নামের অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে